ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যশোরে ডায়রিয়ার প্রকোপ চারদিনে ভর্তি পৌনে দু’শ’ রোগী

প্রকাশিত: ০৪:০৩, ৫ ফেব্রুয়ারি ২০১৫

যশোরে ডায়রিয়ার প্রকোপ চারদিনে ভর্তি পৌনে দু’শ’ রোগী

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে ‘রোটা ভাইরাসের’ কারণে হঠাৎ বেড়ে গেছে ডায়রিয়া। গত চারদিনে যশোর ২৫০ শয্যা হাসপাতাল থেকে পৌনে দু’শ’ রোগী চিকিৎসা সেবা নিয়েছেন। এদের মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৯ জন। হঠাৎ ডায়রিয়া রোগী বৃদ্ধি পাওয়ায় তা সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। রাজশাহী সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠকে হত্যা বন্ধে ঐকমত্য স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গোদাগাড়ী সীমান্তের দিয়াড়মানিক চরের বিপরীতে বিএসএফ ক্যাম্পের কাছে বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় অনুষ্ঠিত এ বৈঠকে সীমান্তে গুলিবর্ষণ না করা, হত্যা-নির্যাতন বন্ধ করা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধ বিষয়ে আলোচনা করা হয়। রাঙ্গাবালী ইউপির উপনির্বাচন ১৯ মার্চ স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন আগামী ১৯ মার্চ অনুষ্ঠিত হবে। রাঙ্গাবালী উপজেলার অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা এবি এম সিদ্দিক এ তথ্য জনিয়েছেন। গত ১৭ ডিসেম্বর রাঙ্গাবালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলামের মৃত্যুতে ওই পদ শূণ্য হয়। যে কোন সময় ওই উপ-নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হবে। বগুড়ায় নিষিদ্ধ বই আটক স্টাফ রিপোর্টার, বগুড়া ॥ বুধবার শহরের আটাপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ষষ্ট শ্রেণীর সাত ট্রাক নিষিদ্ধ নোট বই (গাইড) জব্দ করেছে। পরে বইগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান। সিরাজগঞ্জে জেহাদী বইসহ ৩ শিবির কর্মী আটক স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সিরাজগঞ্জে সাংগঠনিক দলিলপত্র ও বিপুল পরিমাণ জিহাদী বইসহ ৩ শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, শহর শিবিরের অর্থসম্পাদক শহীদগঞ্জ মহল্লার আশরাফ আলীর ছেলে আরিফুল ইসলাম (২৫), নতুন ভাঙ্গাবাড়ি মহল্লার মৃত আমজাদ হোসেনের ছেলে জহুরুল ইসলাম (২৭) এবং সদর উপজেলার বাহুকা গ্রামের ওয়াজেদ আলী খন্দকারের ছেলে কবিরুল ইসলাম (২৪)। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে শহরের সয়াধানগড়া মধ্যপাড়া মহল্লার একটি মেসে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
×