ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঠাকুরগাঁও সীমান্তে ভারতীয় পুলিশের কাছে আটক তিন বাংলাদেশী

প্রকাশিত: ০৩:৫৭, ৫ ফেব্রুয়ারি ২০১৫

ঠাকুরগাঁও সীমান্তে ভারতীয় পুলিশের কাছে আটক তিন বাংলাদেশী

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৪ ফেব্রুয়ারি ॥ জেলার বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তের ৩৭৯ পিলারের ১৭ কিলোমিটার ওপারে ভারতের অভ্যন্তরে ৩ বাংলাদেশীকে আটক করেছে ভারতীয় পুলিশ। পারিবারিক সূত্রে জানা যায়, ওই উপজেলার বিহারিপাড়ার ভুট্টো (২৮), রাণীশংকৈল উপজেলার চেকপোস্ট কলোনি গ্রামের রিপন (৪০) ও এনামুল হক (২৫) কয়েক মাস আগে কাজের সন্ধ্যানে চোরাপথে ভারতে চলে যায়। বুধবার ভোরে তারা ভারতের ধর্মপুর গ্রামে সেখানকার পুলিশের হাতে ধরা পড়ে। নওগাঁ সীমান্তে গরু ব্যবসায়ী নিজস্ব সংবাদদাতা, নওগাঁ থেকে জানান, মাত্র ৪৮ঘন্টার ব্যবধানে মঙ্গলবার দিনগত রাত ১২টার দিকে নওগাঁর সাপাহার সীমান্তে আবারো এক বাংলাদেশী গরু ব্যবসায়ীকে আটক করেছে বিএসএফ। ঘটনাটি ঘটেছে উপজেলার পাতাড়ী সীমান্তের ২৪২ নং মেইন পিলারের ১০ আর এলাকায়। জানা গেছে, অন্যান্য দিনের মত ওই দিনও একদল গরুব্যবসায়ী ওই এলাকা দিয়ে ভারত ভূখন্ডে চোরাই পথে গরু আনতে যায়। কুমুদিনীতে পোশাক কারখানায় গণ হিস্টিরিয়ায় আক্রান্ত ২৫ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ নগরের খানপুরে কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের একটি পোশাক কারখানায় গণহিস্টিরিয়ায় কমপক্ষে ২৫ শ্রমিক আক্রান্ত হয়েছে। তাদের ৩শ’ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় একইভাবে গণহিস্টোরিয়ায় আক্রান্ত হয় ২০ শ্রমিক। কারখানার শ্রমিকরা জানায়, সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে কারখানায় আসে। এক শ্রমিক কারখানার বাথরুমে গিয়ে বের হয়ে আসার পর অচেতন হয়ে পড়ে। এরপর কারখানার অন্য শ্রমিকরা অসুস্থ হয়ে পড়ে। অল্প সময়ের মধ্যে একে একে আরও ২৫ শ্রমিক অচেতন হয়ে পড়ে। এই সমস্যা কারখানার সুইং সেকশনে হলেও বর্তমানে তা ফিনিসিং সেকশনেও ছড়িয়ে পড়ে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শফিউল আজম জানান, মনে হচ্ছে তারা গণহিস্টিরিয়ায় আক্রান্ত। এতে ভয়ের কিছু নেই। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হচ্ছে। কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের মহাব্যবস্থাপক সুজিত কুমার সাহা জানান, খাওয়ার দুর্বলতা থেকে এই সমস্যা হতে পারে। কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।
×