ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আরআইসি বৈঠকের পর সুষমার ঘোষণা

পাকিস্তানের বিরুদ্ধে প্রস্তাবে সমর্থন দেবে চীন-রাশিয়া

প্রকাশিত: ০৪:৩১, ৪ ফেব্রুয়ারি ২০১৫

পাকিস্তানের বিরুদ্ধে প্রস্তাবে সমর্থন দেবে চীন-রাশিয়া

সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে জাতিসংঘে ভারতের উত্থাপন করতে যাওয়া এক প্রস্তাবে চীন ও রাশিয়া সমর্থন দেবে। রাশিয়া, ভারত ও চীনের (আরআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে সোমবার অনুষ্ঠিত এক বৈঠকের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ একথা জানিয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার। ২৬/১১ হত্যাকা- ও অন্যান্য হামলায় জড়িতদের আশ্রয় ও সুবিধা দেয়ায় পাকিস্তানকে একঘরে করতে সন্ত্রাসীদের আশ্রয় ও অর্থদাতাদের শাস্তি দেয়া বিষয়ক একটি প্রস্তাব ভারত জাতিসংঘে উপস্থাপন করতে যাচ্ছে। আর এ বিষয়ে সোমবার ওই বৈঠকে চীন ও রাশিয়ার সমর্থন আদায় করেছে দেশটি। সুষমা বলেছেন, আমি এটিকে বড় ধরনের অর্জন বলে মনে করছি। এটি একটি বিরল ঘটনা। পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র হওয়া সত্ত্বেও ইসলামাবাদ সম্পর্কিত বিষয়ে চীন এমন পদক্ষেপ নিয়েছে। বেজিংয়ের এমন পদক্ষেপ শুধু নয়াদিল্লীর সঙ্গে নতুন সম্পর্কের গুরুত্বের প্রতিফলন নয়, জিনজিয়ান প্রদেশের সন্ত্রাসবাদ নিয়ে নিজস্ব সমস্যার স্বীকৃতি দেয়াও। চীন প্রায়ই বলে আসছে, জিনজিয়ানের সন্ত্রাসীদের বিদেশী বাহিনী সহায়তা করছে। আরআইসি বৈঠকের পর এক যৌথ ইশতেহারে অপরাধী, সংগঠক, অর্থদাতা ও সন্ত্রাসী কর্মকা-ের মদদদাতাদের বিচারের আওতায় আনার প্রয়োজনীয়তার ওপর জোর দেয়া হয়েছে। এ বৈঠকে অংশ নেন সুষমা, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। এ তিন পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক সন্ত্রাসের ওপর ব্যাপকভিত্তিক চুক্তি সম্পর্কিত প্রাথমিক আলোচনার আহ্বান জানিয়েছেন। সুষমা বলেছেন, ভারত ১৯ বছর আগে এ প্রস্তাব উত্থাপন করেছিল। কিন্তু তখন থেকে এ বিষয়ে কোনও আলোচনা হয়নি। ইশতেহারে মন্ত্রীরা এ মর্মে পুনর্ব্যক্ত করেছেন যে সন্ত্রাসী কর্মকা-ের বিষয়ে মতাদর্শগত, ধর্মীয়, রাজনৈতিক, বর্ণগত, জাতিগত বা অন্য কোনও যুক্তি থাকতে পারে না।
×