ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হাতের মুঠোয় স্বপ্নের মায়াজাল

প্রকাশিত: ০৪:৩২, ৩ ফেব্রুয়ারি ২০১৫

হাতের মুঠোয় স্বপ্নের মায়াজাল

কল্পবিজ্ঞান নয়, উইন্ডোজ চশমা পরে হাত নাড়িয়ে ত্রিমাত্রিক জগতে প্রবেশ করা যাবে কিছুদিন পরেই। কম্পিউটার, ট্যাবলেট বা স্মার্টফোনের পর্দা নয়, চারপাশের বাস্তব জগতের মধ্যেই থ্রিডি ভারচুয়াল কম্পিউটিং এনে দেবে মাইক্রোসফট। ২১ জানুয়ারি উইন্ডোজ ১০ উন্মোচনের সময় নতুন হলোগ্রাফিক লেন্স দেখিয়ে সবাইকে চমকে দিয়েছিল মাইক্রোসফট। হোলোলেন্স চশমা পরে শুধু আঙুলের ইশারায় পছন্দমতো ফুটে উঠবে সব কিছু। চাইলে আপনি মঙ্গলগ্রহের বুকেও হেঁটে বেড়াতে পারবেন। হোলোলেন্স এ বছরের শেষ নাগাদ বাজারে চলে আসবে। - ডয়চে ভেলে ক্যান্সার সেল খুঁজবে ব্রেসলেট শরীরে ক্যান্সারের সেল আছে কিনা তা এবার নির্ণয় করে দেবে ব্রেসলেট। গুগল তার সায়েন্স ল্যাবে এমনই ব্রেসলেট তৈরিতে কাজ করছে। ১০০ জন চিকিৎসক ও বিজ্ঞানী এ নিয়ে কাজ করে চলছেন। প্রথমে একটি ন্যানোপারটিক্যালযুক্ত পিল আপনার শরীরে ঢুকিয়ে দেয়া হবে। এটি শরীরের ক্যান্সার সেল খুঁজতে থাকবে। শরীরে কোন ক্যান্সার সেল পাওয়ার সঙ্গে সঙ্গে আলো জ্বলে উঠবে হাতে লাগানো ব্রেসলেটে। ব্রেসলেটটি আপাতত গুগলের ল্যাবে পরীক্ষামূলক পর্যায়ে আছে। কৃত্রিম হাতের ওপর এই পরীক্ষা করা হয়েছে। - ওয়েবসাইট
×