ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাংবাদিক ও ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে জখম

প্রকাশিত: ০৯:১১, ২ ফেব্রুয়ারি ২০১৫

সাংবাদিক ও ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে জখম

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর রমনার বিজয়নগরে পুলিশ ইংরেজী দৈনিক দ্য নিউ এজের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নাজমুল হুদা সুমন ও ঢাবির ছাত্র খায়রুজ্জামান শুভকে বেধড়ক পিটিয়েছে। পরে তাদেরকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ছ। রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে মোটরসাইকেলের পেছনে আরোহী বহনে নিষেধাজ্ঞা অমান্যের জেরে এ ঘটনা ঘটে। আহতরা অভিযোগ করেন, পুলিশ রাস্তায় মারধরের পর তাদের আটক করে রমনা থানায় নিয়ে যায়। এর পর সেখানে পুলিশ তাদের বেদম মারধর করে। হাসপাতালে আহত নাজমুল হুদা সুমন ও খায়রুজ্জামান শুভ জানান, রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে তারা মোটরসাইকেলযোগে বিজয় নগর এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় সেখানে দায়িত্বরত রমনা থানা পুলিশ সদস্যরা তাদের গতিরোধ করেন। এ সময় পুলিশ তাদের বিরুদ্ধে নিয়ম ভাঙ্গার অভিযোগ আনেন। পরে সাংবাদিক পরিচয় দিলে পুলিশ সদস্যরা ক্ষিপ্ত হয়ে তাদের পেটাতে থাকেন। আহত সাংবাদিক শুভ জানান, প্রথমে রমনা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সুমন পেটাতে শুরু করে। এটি দেখে তার সহযোগী পুলিশ এতে যোগ দেন। পরে রাস্তায় মানুষ জড়ো হলে তাদেরকে থানার গাড়িতে রমনা থানায় নিয়ে যাওয়া হয়। গাড়িতে তাদেরকে পুলিশ লাঠিপেটা ও লাথি, চড়থাপ্পড় মারতে থাকে। থানায় নেয়ার পর তৃতীয় দফা পুলিশ তাদেরকে মারধর করে। পরে বিশ্ববিদ্যালয়ের এক বড়ভাই এসে তাদের ছাড়িয়ে নিয়ে যান।
×