ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

২১৭ সালের এশিয়ান চ্যাম্পিয়নশিপের স্বাগতিক বাংলাদেশ

এশিয়ান আরচারি উন্নয়নে উদ্যোগ

প্রকাশিত: ০৪:০৪, ২ ফেব্রুয়ারি ২০১৫

এশিয়ান আরচারি উন্নয়নে উদ্যোগ

স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়ার আরচারির উন্নয়নে ২৮ জানুয়ারি থাইল্যান্ডের ব্যাঙ্ককে অনুষ্ঠিত হয়েছে ‘ওয়াল্ড আরচারি এশিয়া’ কাউন্সিল অধিবেশন। কাউন্সিলের আলোচ্য বিষয়ের মধ্যে আরও ছিল মার্চে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য এশিয়ান আরচারি চ্যাস্পিয়নশিপ। চলতি বছর ব্যাঙ্ককে অনুষ্ঠিত হবে আসর। পরবর্তী আসর ঢাকায় ২০১৭ সালে। কাউন্সিল অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক, বিশিষ্ঠ ক্রীড়া সংগঠক কাজি রাজিব উদ্দিন আহমেদ চপল। এছাড়া উপস্থিত ছিলেন ওয়াল্ড আরচারি এশিয়ার ভারপ্রাপ্ত সভাপতি সাংগুয়ান ওসাবিন্তা (থাইল্যান্ড), সেক্রেটারি জেনারেল দক্ষিণ কোরিয়ার ওম সং হো, সহসভাপতি চীনের মিসেস কোবে, ভারতের অনিল কাম্বিয়ানি, বোর্ড মেম্বার তাইয়ানের পিটার চু। প্রসঙ্গত, কাজি রাজিব উদ্দিন আহমেদ চমল উক্ত সংস্থার বোর্ড মেম্বার। চলতি বছরের ১৬ থেকে ২২ মার্চ ব্যাঙ্ককে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। এটি প্রথম লেগের খেলা। এরপর ১১-১৭ এপ্রিল দ্বিতীয় লেগের প্রতিদ্বন্দ্বিতা হবে ভারতে। তৃতীয় পর্বের লড়াই ইরানে এ বছরের সেপ্টেম্বরে। ভারতে চীফ টেকনিক্যাল ডেলিগেট হিসেবে থাকবেন বাংলাদেশের কাজি রাজিব চপল। কাউন্সিল অধিবেশনে এসব প্রতিযোগিতাগুলো সুষ্ঠুভাবে আয়োজনে বিস্তারিত আলোচনা হয়।
×