ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শান্তিপূর্ণ এসএসসি পরীক্ষা সম্পন্ন করতে ব্যবস্থা নেবে সরকার ॥ হানিফ

প্রকাশিত: ০৫:৫১, ১ ফেব্রুয়ারি ২০১৫

শান্তিপূর্ণ এসএসসি পরীক্ষা সম্পন্ন করতে ব্যবস্থা নেবে  সরকার ॥ হানিফ

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৩১ জানুয়ারি ॥ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ এমপি বলেছেন, খালেদা জিয়া নৃশংস কর্মকা-ের মাধ্যমে প্রমাণ করেছেন দেশ ও জনগণ তার কাছে কিছুই নয়। এতে দেশের ছাত্রছাত্রীর ভবিষ্যত ধ্বংস হয়ে গেলেও তার কিছু যায় আসে না। সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনী দ্রুত এসব নিরসনে যা যা করা দরকার তাই করবে। তিনি বলেন, এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব রকম ব্যবস্থা নেবে সরকার। শিক্ষার্থীদের শঙ্কামুক্ত করেই পরীক্ষা কেন্দ্রে নেয়ার ব্যবস্থা করা হবে। শনিবার বেলা ১১টায় কুষ্টিয়ায় নিজ বাসভবনে জেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। হানিফ বলেন, আমরা বার বার অনুরোধ করেছিলাম আমাদের ভবিষ্যত প্রজন্ম এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার সময় হরতাল-অবরোধ কর্মসূচী প্রত্যাহার করতে। কিন্তু বিএনপি তা করেনি। মানুষের প্রতি ন্যূনতম দায়িত্ববোধ থাকলে তারা এমন কর্মসূচী দিত না। তিনি বলেন, পেট্রোল বোমার মতো নৃশংস কর্মকা- চাপিয়ে পরীক্ষার্থীদের মানসিকভাবে আঘাত দেয়া হচ্ছে। আমরা এখনও আশা করি বিএনপি শেষ মুহূর্তে হলেও পরীক্ষার সময় এই হরতাল-অবরোধ কর্মসূচী প্রত্যাহার করবে। তবে শেষ পর্যন্ত বিএনপি তাদের কর্মসূচী প্রত্যাহার না করলে সরকার পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব রকম ব্যবস্থা নেবে।
×