ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নগরবাসী নির্ধারণ করবেন কে হবেন চট্টগ্রামের নগরপিতা ॥ মেয়র মনজুর

প্রকাশিত: ০৫:৫১, ১ ফেব্রুয়ারি ২০১৫

নগরবাসী নির্ধারণ করবেন কে হবেন চট্টগ্রামের নগরপিতা ॥ মেয়র মনজুর

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম মনজুর আলম মনে করেন, ক্ষমতার উৎস নগরবাসী, যাদের অকুণ্ঠ সমর্থন দোয়া ও ভালবাসাই নির্ধারণ করবে কে হবেন নগরপিতা। বিগত দিনগুলোতে নগরবাসীর ভোটে মেয়র নির্বাচিত হয়ে তিনি নগরীর উন্নয়ন এবং তাদের সুখে-দুঃখে পাশে রয়েছেন। সকলের ভালবাসা এবং সমর্থনে পুনরায় মেয়র পদে নির্বাচিত হওয়ার ব্যাপারে আশাবাদী। তিনি সব সময় নগরবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। শনিবার চট্টগ্রামে কম্পিউটার্স এ্যাসোসিয়েশনের অফিস উদ্বোধনকালে এ আশাবাদ ব্যক্ত করেন। সিটি কর্পোরেশনের মালিকানাধীন ভবনে সংবাদপত্রসেবীদের জন্য অফিস বরাদ্দের অংশ হিসেবে কম্পিউটার্স এ্যাসোসিয়েশনকেও একটি অফিস বরাদ্দ দেয়া হয়। এটির উদ্বোধনকালে মেয়র আরও উল্লেখ করেন, সংবাদপত্র পূর্ণাঙ্গভাবে পাঠকের হাতে তুলে দিতে কম্পিউটার্স এ্যাসোসিয়েশন সদস্যদের বিশেষ ভূমিকা রয়েছে। তাদের পাশে দাঁড়িয়ে জনগণের সেবার দায়িত্ব পালন করছি। ভবিষ্যতেও তিনি এ মনোভাব অব্যাহত রাখবেন। এ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কায়েস চৌধুরীর সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি এজাজ ইউসুফী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সিইউজের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, প্রেসক্লাবের সহ-সভাপতি সালাহউদ্দিন মোঃ রেজা, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, শিল্পপতি সজল চৌধুরী, সাংবাদিক মোঃ জালাল উদ্দিন, মোহাম্মদ আলী পাশা, নিপুল কুমার দে, মোহাম্মদ হোসাইন, রেজা মোজাম্মেল, শৈবাল আচার্য্য।
×