ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খুলনায় বিশ্বসাহিত্য কেন্দ্রের পুরস্কার বিতরণী

প্রকাশিত: ০৫:৫১, ১ ফেব্রুয়ারি ২০১৫

খুলনায় বিশ্বসাহিত্য কেন্দ্রের পুরস্কার বিতরণী

শুক্রবার বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজন ও গ্রামীণফোনের সহযোগিতায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী উৎসবে খুলনা মহানগরীর বইপড়া কর্মসূচীর ২০১৪ শিক্ষাবর্ষে মহানগরীর ৪৫টি বিদ্যালয়ের তিন হাজার ২শ’ ৪২ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এ উপলক্ষে খুলনা সরকারী করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে বসে প্রাণের মেলা। উৎসবের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার আবদুস সামাদ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, গ্রামীণফোন খুলনা অঞ্চলের লিড ম্যানেজার আহসানুল হক, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ আলমগীর, খুলনার জেলা প্রশাসক মোস্তফা কামাল, অভিনেতা খায়রুল আলম সবুজ, টেলিভিশন ব্যক্তিত্ব আবদুল নূর তুষার ও করোনেশন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লায়লা আরজুমান।-বিজ্ঞপ্তি।
×