ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সুলতান নয়, ব্রিটেনের রানীর মতো হতে চান এরদোগান

প্রকাশিত: ০৫:৩৭, ১ ফেব্রুয়ারি ২০১৫

সুলতান নয়, ব্রিটেনের  রানীর মতো হতে  চান এরদোগান

বিশ্বের বৃহত্তম প্রেসিডেন্ট প্রাসাদে থাকা সত্ত্বেও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান একজন সুলতান নন, ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের মতো হতে চান। এই প্রাসাদ তৈরিতে ব্যয় হয়েছে ৩৮ কোটি ৪০ লাখ পাউন্ড। রাষ্ট্রীয় টেলিভিশন আরটিএনে বৃহস্পতিবার এরদোগান বলেছেন, তার ইচ্ছা প্রেসিডেন্টের ভূমিকাকে আরও বাড়ানো। তবে এর অর্থ নয় যে গণতন্ত্রকে খাটো করে দেখা হবে। এ ক্ষেত্রে তিনি যুক্তরাজ্যকে উদাহরণ হিসেবে দেখিয়েছেন। তিনি বলেন, আমার মতে, যুক্তরাজ্যেও আধা-রাষ্ট্রপতি শাসিত দেশ এবং রানীই প্রধান নিয়ন্ত্রণকারী। যুক্তরাজ্যেও শাসনতান্ত্রিক রাজতন্ত্র রয়েছে, যেখানে আইন প্রণয়ন করে পার্লামেন্ট। রানীর ভূমিকা মূলত আলঙ্কারিক। এরদোগানের এমন মন্তব্যের পর বিরোধীরা এর সমালোচনা করে বলেছে, প্রেসিডেন্ট হিসেবে তার ভূমিকা জোরদার হলে তিনি অটোম্যান সুলতানের মতো আচরণ করবেন। তার বিরুদ্ধে এমন সমালোচনার কারণ হলো, তার কর্মকা-ের মাধ্যমে তিনি আরও কর্তৃত্ববাদী হয়ে উঠছেন। -টেলিগ্রাফ ও এএফপি
×