ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফ্লেচারকে ছেড়ে দিতে প্রস্তুত ভ্যান গাল

প্রকাশিত: ০৫:৩৪, ১ ফেব্রুয়ারি ২০১৫

ফ্লেচারকে ছেড়ে দিতে প্রস্তুত ভ্যান গাল

স্পোর্টস রিপোর্টার ॥ শীতকালীন ট্রান্সফারের সময় শেষ হতে আর মাত্র একদিন। সোমবারই শেষ হয়ে যাবে খেলোয়াড় আদান-প্রদানের সুযোগ। নতুন করে আর দলে কাউকে নিতে চান না ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ লুইস ভ্যান গাল। উল্টো তিনি এখন ছেড়ে ফ্রি ট্রান্সফারে ছেড়ে দিতে চান কোন খেলোয়াড়কে। সে জন্য তিনি মূলত ডিফেন্ডার ড্যারেন ফ্লেচারকেই ছাড়তে চান। মিডফিল্ডার হিসেবেও বিভিন্ন সময় খেলা ফ্লেচারকে পেতে আগ্রহী চলতি প্রিমিয়ার লীগে সপ্তম স্থানে থাকা ওয়েস্টহ্যাম ইউনাইটেড। চলতি লীগে ফ্লেচার সহঅধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেও তেমন সুবিধা করতে পারেননি। মাত্র পাঁচটি ম্যাচ খেলেছেন তিনি। এ কারণেই এবার ৩০ বছর বয়সী এ ডিফেন্ডারকে ছেড়ে দিতে চাইছেন ভ্যান গাল। জানা গেছে ইতোমধ্যেই তাকে সপ্তাহে ৭৫ হাজার ব্রিটিশ পাউন্ড পারিশ্রমিকে সাড়ে তিন বছরের জন্য দলে ভেড়ানোর সব আলোচনা চূড়ান্ত করে ফেলেছে ওয়েস্টহ্যাম। ভ্যান গালও নিশ্চিত করেছেন ম্যানইউ ছাড়ছেন ফ্লেচার। এখন শুধু আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরটা বাকি। ফ্লেচার ক্যারিয়ারের প্রায় পুরোটা সময়ই কাটিয়ে দিয়েছেন ম্যানইউতে। প্রায় ২০ বছর ওল্ড ট্র্যাফোর্ডে কাটিয়েছেন স্কটল্যান্ডের এ তারকা ফুটবলার। ইতোমধ্যেই ম্যানইউয়ের জার্সিতে ৩৫০ ম্যাচও খেলে ফেলেছেন তিনি। চলতি মৌসুমে তিনি দলের সহঅধিনায়কও হয়েছেন। তবে ২০০৮ সালে কঠিন এক রোগ ধরা পড়ার পর থেকেই যেন ঝিমিয়ে গেছেন ফ্লেচার। যে কারণে এ মৌসুমে মাত্র ৫ ম্যাচ খেলেছেন তিনি। এ কারণে ভ্যান গাল নিশ্চিত করেছেন নতুন ঠিকানা ওয়েস্টহ্যাম হতে যাচ্ছে এ ডিফেন্ডারের। শুক্রবার ইতোমধ্যেই ডাক্তারি পরীক্ষাও হয়ে গেছে তার ওয়েস্টহ্যামে। অথচ ২০০৩ সালে ম্যানইউতে অভিষেক হওয়ার পর এখন পর্যন্ত তিনিই বর্তমান দলের সবচেয়ে দীর্ঘ সময় ধরে খেলা ফুটবলার। তার বিষয়ে ভ্যান গাল বলেন, ‘ড্রেসিং রুমে তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। খেলোয়াড় হিসেবে এবং মানুষ হিসেবে তাকে আমি অনেক বেশি পছন্দ করি। আমরা তাকে অবশ্যই মিস করব, কিন্তু অনেক সময় ধরেই তিনি খেলতে পারছেন না নিয়মিত। একজন খেলোয়াড়ের মূল লক্ষ্যই থাকে বেশি বেশি খেলার। আমরা তার সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছি এবং তিনিও খেলতে চান। এ কারণে আমরা তাকে সাহায্য করছি লক্ষ্য পূরণে। খুবই অভিজ্ঞ একজন খেলোয়াড় হিসেবে তিনি যে কোন দলের জন্য খুবই কার্যকর একজন মিডফিল্ডার হিসেবে কাজে লাগাতে পারবে।’ এবার মৌসুম শুরুর আগেই ম্যানইউ প্রায় ২০০ মিলিয়ন ইউরো ব্যয় করেছে দল গোছানোর জন্য। তবে শীতকালীন ট্রান্সফারে কোন খেলোয়াড় দলে ভেড়াবেন না আগেই জানিয়ে দিয়েছিলেন ভ্যান গাল। তবে খেলোয়াড়কে ছেড়ে দেয়া কিংবা বিক্রির জন্য শুধু চুক্তি স্বাক্ষর করবেন এমনটাই জানিয়েছিলেন এ ডাচ্ কোচ। এবার সেটাই সত্য হতে যাচ্ছে ফ্লেচারকে ছেড়ে দেয়ার মাধ্যমে। তার বিষয়ে ভ্যান গাল আরও বলেন, ‘অনেক গুণাবলী সম্পন্ন ফ্লেচার আমাদের জন্যও গুরুত্বপূর্ণ। কিন্তু দলে তার যে দায়িত্ব সেটা সবসময় ভালভাবে পালন করার মতো অভিজ্ঞ খেলোয়াড় আমাদের দলেও আছে।’
×