ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পা দিয়ে উপন্যাস লেখা!

প্রকাশিত: ০৫:২৬, ৩১ জানুয়ারি ২০১৫

পা দিয়ে উপন্যাস লেখা!

শারীরিক প্রতিবন্ধিতা যে ইচ্ছাশক্তির কাছে তুচ্ছ হয়ে পড়ে সে প্রমাণই দেখালেন একুশ বছর বয়সী মস্তিষ্ক পক্ষাগ্রস্ত তরুণী হু হুয়িআন। চীনের আনহুয়ি প্রদেশের এই তরুণীর শুধু একটি মাত্র পা সচল। সেই সচল পা দিয়েই লিখে ফেলেছেন পুরো একটি বই। প্রতি মিনিটি বাঁ পা দিয়ে বিশ থেকে ত্রিশটি শব্দ কম্পোজ করে করে বই লিখে ফেলেছেন তিনি। প্রিমেচিওর শিশু হিসেবে জন্মগ্রহণ করার দশ মাসের মাথায় তিনি মস্তিষ্ক পক্ষাগ্রস্ততায় আক্রান্ত হন। শুধু মাথা আর বাম পা ছাড়া আর কোন কিছুই নাড়াচাড়া করতে পারতেন না সেই সময় থেকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি বেঁচে থাকার তাগিদে শিখে নেন, কিভাবে প্রাত্যহিক কর্ম শুধু বাম পা দিয়ে সম্পাদন করতে হয়। কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ না করলেও তিনি বেশ ভাল কথা বলতে পারেন। মায়ের সাহায্য নিয়ে তিনি লেখা ও পড়া শেখেন। তিনি বলেন, ‘আমি জিনিয়াস নই। তবে শিশু বয়স থেকে টিভিতে সাবটাইটেল দেখে দেখে ভাষা শিখেছি।’ ভাষাগত দক্ষতা হু হুয়িআনকে উপন্যাস লিখতে অনুপ্রাণিত করে। তিনি স্বপ্ন ও ভালবাসা নিয়ে একটি উপন্যাস লেখা শুরু করেন। হুইলচেয়ারে বসে থেকে তিনি বা পা দিয়ে কম্পোজ করে ইতোমধ্যে উপন্যাসটির ছয়টি অধ্যায় শেষ করে ফেলেছেন। আরও দুটি অধ্যায় লেখা হলে পুরো উপন্যাসটি শেষ হবে।
×