ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাপানি সাংবাদিকের ভাগ্য নিয়ে টোকিও-জর্দান যোগাযোগ

প্রকাশিত: ০৫:১৪, ৩১ জানুয়ারি ২০১৫

জাপানি সাংবাদিকের ভাগ্য নিয়ে টোকিও-জর্দান   যোগাযোগ

ইসলামিক স্টেট (আইএস) জঙ্গীদের হাতে আটক এক জাপানি সাংবাদিকের ভাগ্যে কী ঘটছে, তা জানতে জাপান জর্দানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। এর আগে জর্দানে মৃত্যুদ-প্রাপ্ত এক সম্ভাব্য ইরাকি আত্মঘাতী বোমা হামলাকারীকে মুক্তি দেয়ার সময়সীমা পার হয়ে যায়। খবর ইয়াহু নিউজের। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেন, সাংবাদিক কেনজি গোতোকের মুক্তি অর্জন করতে প্রতিটি চেষ্টাই চালানো হচ্ছে। আবে পার্লামেন্টের এক প্যানেলকে বলেন যে, আমরা জর্দান ও অন্যান্য দেশের সহযোগিতা চাওয়ার পাশাপাশি তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করছি। আমরা কেনজি গোতোকে মুক্ত করে আনার সব চেষ্টাই করছি। জর্দান মৃত্যুদ-প্রাপ্ত ইরাকি মহিলা কয়েদিকে মুক্তি দেয়ার বিষয়ে জঙ্গীদের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ায় এখনও তাকে আটক রাখছে বলে জানায়। তাকে বৃহস্পতিবার সূর্যাস্তের মধ্যে মুক্তি না দেয়া হলে জঙ্গীরা এক জর্দানি পাইলটকে হত্যা করবে বলে হুমকি দেয়।
×