ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

একালের কবিরাজ

প্রকাশিত: ০৬:০০, ৩০ জানুয়ারি ২০১৫

একালের কবিরাজ

কবিরাজী চিকিৎসা অনেক আগে থেকেই চালু ছিল এই বাংলায়। তবে হালে কবিরাজ চিকিৎসকদের আর আগের মতো পসরা নেই। পেটের দায়ে এখনও মুষ্টিমেয় যে কজন এই ব্যবসায় আছেন তাঁদের একজন হলেন মোঃ শাহাবুদ্দিন। পুরান ঢাকার ইসলামপুরের রাস্তায় তিনি ঔষধি গাছের শরবত বিক্রি করেন। যদিও একে ঠিক কবিরাজী চিকিৎসা বলা যায় না। তবে যেহেতু ঔষধি গাছের শরবত তৈরি করে তিনি বিক্রি করেন তাই তাকে একালের কবিরাজ বলে ধরেই নেয়া যায়। তিনি চার বছর ধরে এ পেশায় আছেন। প্রতিদিন প্রায় দুই হাজার টাকা বিক্রি বাট্টা করেন তিনি। ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×