ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ছাদ থেকে পড়ে শিশুসহ গৃহকর্মী গুরুতর আহত

প্রকাশিত: ০৭:৫০, ২৯ জানুয়ারি ২০১৫

ছাদ থেকে পড়ে শিশুসহ গৃহকর্মী গুরুতর আহত

স্টাফ রিপোর্টার ॥ বুধবার খিলক্ষেত নিকুঞ্জ এলাকায় বাচ্চাকে কোলে নিয়ে ছাদের রেলিং ভেঙ্গে পড়ে গৃহবধূ আমেনা ও শিশু ওয়ারসি গুরুতর আহত হয়েছে। ডাক্তাররা বলেছেন তারা আশঙ্কামুক্ত। শিশুটির বাবা ওয়াসেক আল আজবা জানান, খিলক্ষেত নিকুঞ্জ-২, হাউস নম্বর ২০/এ-তে তাঁরা থাকেন। কাজের মেয়ে আমেনা ওয়ারাকা আল ওয়ারসিকে ছাদে নিয়ে যায়। একপর্যায়ে রেলিং গলিয়ে দুজনই পাঁচ তলার ছাদ থেকে পড়ে যায়। এ সময় বিল্ডিংয়ের মাঝখানে পড়ে দু’জনই গুরুতর আহত হয়। প্রথমে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করা হয়। হাসপাতালে ১০৩ নম্বর জরুরী ওয়ার্ডের চিকিৎসক ফরহাদ আহমেদ জানান, দু’জনের সিটি স্ক্যানের রিপোর্ট দেখা হয়েছে। তারা এখন আশঙ্কামুক্ত। ফের পোস্ট অফিসে সোনা ॥ আবারও বিমানবন্দরের পোস্ট অফিসে সোনার চালান মিলেছে। শাহজালাল বিমানবন্দরের পোস্ট অফিসের কার্গো থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এর আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ২৫ লাখ টাকা। বুধবার বেলা এগারোটার দিকে এ স্বর্ণ উদ্ধার করে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। সহকারী রাজস্ব কর্মকর্তা মাহবুব এ খুদা বলেন, আন্তর্জাতিক পোস্ট অফিসের মাল রাখার স্থানে মেসার্স নূর ইলেক্ট্রনিক্সের নামে পাঠানো রেডিয়েটরের ভেতরে সুকৌশলে রাখা ছিল ৪০ স্বর্ণের বার। গোপন সংবাদ পেয়ে সেখানে তল্লাশি চালানো হয়। এ সময় কালো কাপড় দিয়ে মোড়ানো ৪০ বার পাওয়া যায়, যার ওজন সাড়ে ৪ কেজি; আনুমানিক দাম ২ কোটি ২৫ লাখ টাকা।
×