ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এস এস সি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:২২, ২৭ জানুয়ারি ২০১৫

এস এস সি পরীক্ষার প্রস্তুতি

১. প্রক্রিয়াটির পরীক্ষায় সেলোফেন ব্যাগ কাজ করে কী হিসেবে? ক) বাষ্প নিরোধক খ) আলো নিরোধক গ) তাপমাত্রা নিরোধক ঘ) তাপ নিরোধক ২. মলমূত্র ও ঘামের সাথে কোন পদার্থ দেহ থেকে নির্গত হয়? ক) এনজাইম খ) হরমোন গ) ভিটামিন ঘ) পানি ৩. খাদ্য চর্বন ও পেষণ উভয় কাজ করে – র. ছেদন রর. পেষণ ররর. অগ্রপেষণ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪. মিয়োসিস কোষ বিভাজনে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের – ক) সমান খ) দ্বিগুণ গ) চারগুণ ঘ) অর্ধেক ৫. কিটোএসিড ভেঙে উৎপন্ন পদার্থ হলো – ক) রাইবুলোজ-১, ৫-ডাইফসফেট খ) ৩-ফসফোগ্লিসারিক এসিড গ) অক্সালো এসিড ঘ) ড্রাই হাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট ৬. সালোকসংশ্লেষণের সময় অউচ সৌরশক্তি গ্রহণ করে অউচ তে পরিণত হওয়াকে কী বলে? ক) ফটোফসফোরাইলেশন খ) শ্বসন গ) ক্রেবচক্র ঘ) অভিস্রবণ ৭. নাভির চারদিকে ব্যথা অনুভূত হওয়া কোন রোগের লক্ষণ? ক) আমাশয় খ) ডায়রিয়া গ) অ্যাপেনডিসাইটিস ঘ) ডায়াবেটিস ৮. ক্রোমোজোমে অবস্থানকারী জিনের রাসায়নিক গঠন উপাদান কোনটি? ক) জঘঅ খ) উঘঅ গ) জঘঅ ও উঘঅ ঘ) উঘঅ ও জঘঅ ৯. আদর্শ নিউরনের অংশগুলো হলো- র. অ্যাক্সন রর. ডেনড্রাইট ররর. সারকোলেমা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১০. হৃৎপিন্ডের প্রাচীর কয় স্তরবিশিষ্ট? ক) দুই স্তর খ) তিন স্তর গ) পাঁচ স্তর ঘ) ছয় স্তর ১১. তাপমাত্রা বাড়লে সাধারণত ব্যাপন হার- ক) কমে খ) বাড়ে গ) বাড়তেও পারে কমতেও পারে ঘ) অপরিবর্তিত থাকে ১২. ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক এবং অন্যঅনর‌্য অণুজীব সম্পর্কিত বিজ্ঞানকে কী বলে? ক) চধৎধংরঃড়ষড়মু খ) ঊহঃড়সড়ষড়মু গ) গরপৎড়নরড়ষড়মু ঘ) চধষধবড়হঃড়ষড়মু ১৩. মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? ক) হৃদপিন্ড খ) যকৃত গ) ফুসফুস ঘ) অগ্ন্যাশয় ১৪. খাদ্যে-আঁশ হলো – র. কোষ প্রাচীরের সেলুলোজ রর. কোষ প্রাচীরের পেকটিন ররর. কোষ প্রাচীরের লিগনিন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১৫. কোনটির মাধ্যমে দেহকোষে খাদ্য উপাদান পৌঁছে? ক) হরমোন খ) এনজাইম গ) ভিটামিন ঘ) পানি ১৬. মাইটোসিস বিভাজন কোথায় ঘটে? ক) জাইগোটে খ) সাইটোপ্লাজমে গ) মাইটোকন্ড্রিয়ায় ঘ) জীবের কোষে ১৭. উদ্ভিদের বিভিন্ন অংশে রঙের বৈচিত্র দেখা যাওয়ার কারণ হলো- র. ক্লোরোপ্লাস্ট ও জ্যান্থফিল রর. ফাইকোএরিথ্রিন ও ফাইকোসায়ানিন ররর. লিউকোপাস্ট নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১৮. স্বাভাবিক অবস্থায় একজন সুস্থ্য বয়স্ক মানুষের সিস্টোলিক রক্ত চাপ কত? ক) ৮০-৯০ মিলিমিটার খ) ৯০-১০২ মিলিমিটার গ) ১০০-১৩০ মিলিমিটার ঘ) ১০০-১২০ মিলিমিটার ১৯. আমিষে শতকরা কত ভাগ নাইট্রোজেন থাকে? ক) ১২ খ) ১৬ গ) ২০ ঘ) ২৪ ২০. নীল তিমি পৃথিবীর বৃহত্তম প্রাণী। এ প্রাণী সম্পর্কে জানতে পারবে-
×