ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কাকরাইলে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: ০৮:৪০, ২৬ জানুয়ারি ২০১৫

কাকরাইলে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের পর একটি বাস উল্টে নিহত হয়েছেন দুইজন। নিহতরা হলেন- আবদুস সালাম (৪০) ও মোশাররফ হোসেন বিল্টু (৩০)। রবিবার রাতে রাজধানীর কাকরাইলে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, রবিবার সন্ধ্যা ৭টার দিকে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে তানজিল পরিবহন ও বিহঙ্গ পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তানজিল পরিবহনের বাসটি উল্টে গেলে সাত যাত্রী আহত হয়। তাদের মধ্যে গুরুতর অবস্থায় ওই দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এছাড়া আহত আরও পাঁচজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতরা হলেন- আসলাম (৩৫), ওলি হাওলাদার (৪৮), অশ্রু রায়হান রিজন (২৬), আসলাম (৪৫) ও পারভেজ (১৪)।
×