ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যশোরে ‘বাংলাদেশ বাই ২০২১ : ড্রিম ভার্সেস রিয়ালিটি’ শীর্ষক সেমিনার

প্রকাশিত: ০৫:৩১, ২৬ জানুয়ারি ২০১৫

যশোরে ‘বাংলাদেশ বাই  ২০২১ : ড্রিম ভার্সেস  রিয়ালিটি’ শীর্ষক সেমিনার

বাংলাদেশ বিমান বাহিনীর ৯৭তম জুনিয়র কমান্ড এ্যান্ড স্টাফ কোর্সের অংশ হিসেবে ‘বাংলাদেশ বাই ২০২১ : ড্রিম ভার্সেস রিয়ালিটি’ বিষয়ের ওপর দিনব্যাপী সেমিনার রবিবার বিমান বাহিনী ঘাঁটি বাশারে অবস্থিত কমান্ড এ্যান্ড স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটে (সিএসটিআই) অনুষ্ঠিত হয়। কোর্সে অংশগ্রণকারী কর্মকর্তাগণের সমসাময়িক বিষয়ের ওপর সম্যক জ্ঞান ও সেমিনার পরিচালনা সম্পর্কে বিশেষ ধারণা প্রদানের লক্ষ্যে সেমিনারটি পরিচালিত হয়। সেমিনারে সমাপনী পর্বে বিমান বাহিনীর চীফ ইন্সপেক্টর এয়ার কমোডর মোঃ আনোয়ারুল হক সরদার প্রধান অতিথি ছিলেন। তিনি বলেন, সেমিনারের গুরুত্বপূর্ণ দিক হলোÑ বাংলাদেশে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের ক্যারিয়ারের চ্যালেঞ্জ এবং সম্ভাবনা সম্পর্কে ধারণা লাভ করা। এর আগে সকালে সিএসটিআই-এর অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন এম রবিউল ইসলাম শিকদার সেমিনারের উদ্বোধন করেন। Ñআইএসপিআর
×