ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিমান বাহিনী ও মার্কিন প্যাসিফিক এয়ার ফোর্সের যৌথ মহড়া শুরু

প্রকাশিত: ০৫:৩১, ২৬ জানুয়ারি ২০১৫

বিমান বাহিনী ও মার্কিন  প্যাসিফিক এয়ার  ফোর্সের যৌথ  মহড়া শুরু

বাংলাদেশ বিমানবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ছয় দিনব্যাপী ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০১৫’ শীর্ষক যৌথ অনুশীলন বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে শনিবার শুরু হয়। ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০১৫’ তে মূলত প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলার পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনীর পরিবহন বিমানগুলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের অনুশীলন করা হয়। বাংলাদেশ বিমানবাহিনীর ১টি সি-১৩০ পরিবহন বিমান, ৪টি এফ-৭ বিজি ও ১০০ জন সদস্য এবং মার্কিন বিমানবাহিনীর ৩টি সি-১৩০ পরিবহন বিমান ও ৯৫ জন সদস্য অনুশীলনে অংশগ্রহণ করছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি এই অনুশীলনে বাংলাদেশ বিমানবাহিনী এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের মধ্যে আন্তঃসক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ বিনিময়, প্রশিক্ষণকালীন ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির কার্য উপযোগিতা মূল্যায়ন এবং তার উন্নত ব্যবহারের পরামর্শ গ্রহণ, ভবিষ্যতে এই কার্যক্রম বাংলাদেশ বিমানবাহিনীর যে সকল যন্ত্রপাতির প্রয়োজন হবে তা নির্ণয় এবং বাংলাদেশের পরিবহন বিমানের উন্নত রক্ষণাবেক্ষণের বিভিন্ন কার্য পদ্ধতিসহ বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করা হয়। Ñআইএসপিআর।
×