ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঝালকাঠি থেকে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক

প্রকাশিত: ০৩:৫৭, ২৬ জানুয়ারি ২০১৫

ঝালকাঠি থেকে জ্বালানি তেল সরবরাহ  স্বাভাবিক

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ২৫ জানুয়ারি ॥ ঝালকাঠির পদ্মা, মেঘনা ও যমুনা ভাসমান ডিপো থেকে বরিশাল বিভাগের জেলাগুলোতে এবং ফরিদপুর ও মাদারীপুর জেলার পাম্পগুলোর জন্য অবরোধের মধ্যেও জ্বালানি সরবরাহ পূর্বের ন্যায় স্বাভাবিক রয়েছে। সপ্তাহে এই ডিপোগুলো থেকে ৬ জেলাসহ ফরিদপুর ও মাদারীপুর অঞ্চলে ১৭ লাখ লিটার ডিজেল, আড়াই লাখ পেট্রোল ও ২ লাখ লিটার কেরোসিন সরবরাহ হচ্ছে। সরবরাহের ৮০ ভাগ নৌপথে এবং ২০ ভাগ ট্যাঙ্ক লরিযোগে পাম্পগুলোতে যাচ্ছে। ডিপো সূত্রগুলো দাবি করেছে, জ্বালানির কেন্দ্রীয় পর্যায় থেকে সরবরাহ ও ডিপোগুলো থেকে ডিলার পর্যায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে। ঝালকাঠি এই গুরুত্বপূর্ণ ডিপোগুলোর নিরাপত্তা পর্যবেক্ষণ ও মনিটরিং করছে পুলিশ প্রশাসন। বর্তমান অবরোধকালীন পরিস্থিতি অনুযায়ী ডিপোগুলোকে নিরাপত্তার জন্য নিয়োজিত আনসারের সংখ্যা বাড়ানোর তাগিদ দেয়া হয়েছে।
×