ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঈশ্বরদীতে ১৮ দিনে দুধ উৎপাদনকারীদের লোকসান ৬০ লাখ টাকা

প্রকাশিত: ০৩:৫৭, ২৬ জানুয়ারি ২০১৫

ঈশ্বরদীতে  ১৮ দিনে দুধ উৎপাদনকারীদের লোকসান ৬০  লাখ টাকা

তৌহিদ আক্তার পান্না, ঈশ্বরদী ॥ ২০ দলীয় জোটের ডাকা অবরোধের কারণে পরিবহন সঙ্কটে পড়ে গত আঠার দিনে ঈশ্বরদী-আটঘরিয়াসহ মিল্কভিটার অধীনস্ত ২৫ সমিতির ৫ হাজার গাভীর উৎপাদিত দুধ বিক্রি করতে না পেরে খামারিদের ৬০ লাখ টাকা লোকসান হয়েছে। এতে ঋণগ্রস্ত খামার মালিকরা ঋণ পরিশোধ, গরুর খাবার ও লেবারের মজুরি পরিশোধে বিপদগ্রস্ত হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত খামার মালিকদের দেয়া অভিযোগসূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্রমতে, ঈশ্বরদী ও আটঘরিয়াতে মিল্ক ভিটার অধীনে দুধ উৎপাদনকারী ২৫টি খামারি সমিতি রয়েছে। এসব সমিতিতে মোট ৫ হাজার দুধেল গাভী রয়েছে এতে প্রতিদিন দুধ উৎপাদনের পরিমাণ দাঁড়ায় ২০ হাজার লিটার। উৎপাদিত ২০ হাজার লিটার দুধের মধ্যে মিল্কভিটা ঈশ্বরদী অফিস প্রতিদিন সাড়ে তিন হাজার থেকে চার হাজার লিটার এবং ঈশ্বরদী মিলিটারি ফার্ম ৪ হাজার লিটার দুধ সংগ্রহ করে। বাকি প্রায় ১২ হাজার লিটার দুধ বিভিন্ন হাট-বাজারে বিক্রি করা হয়। ঈশ্বরদী-আটঘরিয়া অঞ্চলের খামারিরা দুধ উৎপাদন ও বিক্রি করে ক্রমান্বয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছিল। কিন্তু ২০ দলীয় জোটের ডাকা অবরোধের কারণে সৃষ্ট পরিবহন সঙ্কটে পড়ে মিল্কভিটা দুধ সংগ্রহ বন্ধ করে দেয়।
×