ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডেসকোর আয় বেড়েছে ৩৩৯ শতাংশ

প্রকাশিত: ০২:৫৫, ২৬ জানুয়ারি ২০১৫

ডেসকোর আয় বেড়েছে ৩৩৯ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) শেয়ার প্রতি আয় বা ইপিএস বেড়েছে ৩৩৯ শতাংশ। কোম্পানির অর্ধবার্ষিকী (জুলাই-ডিসেম্বর-১৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে। ডিএসই সূত্রে জানা গেছে, আলোচিত প্রান্তিকে কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ৮৪ কোটি ৬৬ লাখ টাকা। আর শেয়ার প্রতি আয় করেছে ২ টাকা ২৪ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটি মুনাফা করেছিল ১৯ কোটি ১৯ লাখ টাকা। আর শেয়ার প্রতি আয় করেছিল ৫১ পয়সা। উল্লেখ্য, গত তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর-১৪) এই কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ৪৭ কোটি ২৯ লাখ টাকা। আর শেয়ার প্রতি আয় করেছে ১ টাকা ২৫ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটি মুনাফা করেছিল ১৭ কোটি ৩১ লাখ টাকা। আর শেয়ার প্রতি আয় করেছিল ৪৬ পয়সা।
×