ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চিলাহাটি থেকে চালু হচ্ছে দুই আন্তঃনগর ট্রেন

প্রকাশিত: ০৬:০৪, ২৪ জানুয়ারি ২০১৫

চিলাহাটি থেকে চালু হচ্ছে দুই আন্তঃনগর  ট্রেন

স্টাফ রিপোর্টার,নীলফামারী ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতিতে নীলফামারীর ডোমার উপজেলার সীমান্ত রেলস্টেশন চিলাহাটি থেকে দুটি আন্তঃনগর ট্রেন চালু হতে যাচ্ছে। আন্তঃনগর ট্রেন দুটি হলো ঢাকাগামী-নীলসাগর ও রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস। আগামী ২৮ জানুয়ারী ট্রেন সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে রেলপথমন্ত্রী মজিবুল হক ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর উপস্থিত থাকার কথা রয়েছে । শুক্রবার বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় (পশ্চিমাঞ্চল) ব্যবস্থাপক মোশারফ হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে। রেলওয়ে সূত্র মতে, চিলাহাটি থেকে ভোর ৫টায় রাজশাহীগামী বরেন্দ্র এবং রাত ১০টায় ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস যাত্রা শুরু করবে। বরেন্দ্র এক্সপ্রেস রাজশাহী গিয়ে দুপুর ১টায় ও নীলসাগর এক্সপ্রেস পরদিন সকাল ৭টায় ঢাকায় পৌঁছাবে। আবার রাজশাহী থেকে বিকাল ৩টায় বরেন্দ্র ছেড়ে রাত সাড়ে ১০টায় এবং সকাল ৮টায় ঢাকা থেকে নীলসাগর ছেড়ে সন্ধ্যা সাড়ে ৬টায় চিলাহাটি পৌঁছবে। সপ্তাহে শুধু মাত্র রবিবার ট্রেন দুটি বন্ধ থাকবে।
×