ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লোকসানের মুখে সৈয়দপুরে পোশাক কারখানা

প্রকাশিত: ০৩:৩৮, ২২ জানুয়ারি ২০১৫

লোকসানের মুখে সৈয়দপুরে  পোশাক কারখানা

স্টাফ রিপোর্টার, নীলফামারী থেকে জানান, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধে নীলফামারীর সৈয়দপুরে রফতানিমুখী প্রায় চার শতাধিক ঝুট কাপড়ের তৈরি পোশাকের কারখানা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। স্থানীয় বাজারজাতসহ দেশের বিভিন্ন স্থানে ঝুট কাপড়ের তৈরি পোশাক রফতানি করতে না পারায় লোকসানের মুখে পড়েছেন মালিক পক্ষ। গোডাউনে গোডাউনে পড়ে রয়েছে কয়েক কোটি টাকার তৈরি পোশাক। সৈয়দপুর শহরের বাঙালিপুর নিজপাড়া গ্রামের ঝুট কাপড়ের এন, আর গার্মেন্টেসের মালিক হামিদার রহমান বাবু জানান, ব্যাংক ঋণ ও পিতার শেষ সম্বল জমি বেচে ২০১২ সালে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখে আতিয়র কলোনিতে ছিট কাপড়ের পোশাক কারখানা স্থাপন করেন। চলতি শীত মৌসুমে মাত্র অর্ধকোটি টাকার পোশাক বিক্রি হলেও ২০১৫ সালের শুরু থেকেই টানা অবরোধের কারনে প্রায় দেড় কোটি টাকার তৈরি পোশাক গোডাউনে রয়েছে। তার মতো আরও চার শ’ পোশাক কারখানার মালিকদের একই অবস্থা।
×