ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আবারও নাটকের গানে হাবিব

প্রকাশিত: ০৩:২৯, ২২ জানুয়ারি ২০১৫

আবারও নাটকের গানে হাবিব

স্টাফ রিপোর্টার ॥ আট বছর পর ‘মেঘে ঢাকা শহর’ নামের একটি প্রথম ধারাবাহিক নাটকের জন্য গান করলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ। নাটকটি রচনা করেছেন রুদ্র মাহফুজ। পরিচালনা করেছেন সাখাওয়াত মানিক। নাটকের গানটি লিখেছেন জাহিদ আকবর। গানের কথা হলো ‘কেউ বোনা আড়ালে মুখোশের ঘর, জোছনা আঁধারে মেঘে ঢাকা শহর’। গানটিতে হাবিবের সঙ্গে কণ্ঠ দিয়েছেন নির্ঝর। আট বছর আগে ‘রমিজের আয়না’ ধারাবাহিকে গান করেছিলেন হাবিব ওয়াহিদ। গান প্রসঙ্গে হাবিব ওয়াহিদ বলেন, নাটকের গল্পে সমসাময়িক বিষয়গুলো পেয়েছি, যা আমাকে গানটি করতে উৎসাহী করেছে। গানের কথার মধ্যে কি যেন একটা আছে। গানটা হাতে পেয়েই কাজ শুরু করেছিলাম। আশা করি ‘মেঘে ঢাকা শহর’ গানটি শ্রোতাদের ভাল লাগবে। এর আগে আমি ‘রমিজের আয়না’ নাটকের গান করেছিলাম আট বছর আগে।
×