ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজনৈতিক সঙ্কট নেই, চলছে সন্ত্রাসী কর্মকাণ্ডি ॥ হানিফ

প্রকাশিত: ০৮:২২, ২১ জানুয়ারি ২০১৫

রাজনৈতিক সঙ্কট নেই, চলছে সন্ত্রাসী কর্মকাণ্ডি ॥ হানিফ

বিশেষ প্রতিনিধি ॥ দেশে কোন রাজনৈতিক সঙ্কট নেই দাবি করে আওয়ামী লীগ বলেছে, যেটুকু নাশকতামূলক ও সন্ত্রাসী ঘটনা ঘটছে তা দ্রুতই শান্ত হয়ে যাবে। দলটির অভিযোগ, বিএনপি নেত্রী খালেদা জিয়া অবরোধের নামে মানুষ পুড়িয়ে মারার রাজনীতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে জাতির সামনে তাঁর রাজনীতির স্বরূপ আবারও উন্মোচিত হয়েছে। আসলে জিয়া পরিবারের লোভের লেলিহান শিখায় বাংলাদেশ পুড়ছে। মঙ্গলবার দুপুরে ধানম-ির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে আয়োজিত সাংবাদিক সম্মেলনে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এসব অভিযোগ করেন। সোমবার সাংবাদিক সম্মেলনে প্রদত্ত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বক্তব্যের জবাব দিতেই এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। অবরোধ কর্মসূচী চালিয়ে যাওয়ার খালেদা জিয়ার ঘোষণার কঠোর সমালোচনা করার পাশাপাশি প্রশ্ন রেখে হানিফ বলেন, বর্তমানে দেশে কী আদৌ কোন রাজনৈতিক সঙ্কট চলছে? রাজনৈতিক সঙ্কট কোথায়? বর্তমানে যা চলছে তা সন্ত্রাসী কর্মকা-। পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা কী রাজনীতির অংশ? এটা কখনও রাজনীতির অংশ হতে পারে না। তিনি বলেন, সোমবার বিএনপি চেয়ারপার্সন আবারও অবরোধের নামে মানুষ পুড়িয়ে মারা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে খালেদা জিয়ার রাজনীতির স্বরূপ উন্মোচিত হয়েছে। আর সোমবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে খালেদা জিয়া যে অবরুদ্ধ নন, তা-ই প্রমাণ করেছেন। সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি, ড. আবদুর রাজ্জাক এমপি, ড. আবদুস সোবহান গোলাপ, ফরিদুন্নাহার লাইলী, হাবিবুর রহমান সিরাজ, এ্যাডভোকেট আবদুল মান্নান খান এমপি, আবদুস সাত্তার এমপি, এ্যাডভোকেট আফজাল হোসেন, অসীম কুমার উকিল, সুজিত রায় নন্দী, এনামুল হক শামিম, আমিনুল ইসলাম আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
×