ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডায়াবেটিস মাপতে ট্যাটু!

প্রকাশিত: ০২:৫৯, ২১ জানুয়ারি ২০১৫

ডায়াবেটিস মাপতে ট্যাটু!

অস্থায়ী ট্যাটুর কাগজে প্রিন্ট করা নমনীয় সেন্সর ব্যবহার করে রক্তের শর্করা মাপার অভিনব এক পন্থা উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা। এই পদ্ধতিতে কোনো ব্যথাই পাবেন না ডায়াবেটিস রোগী। নমনীয় সেন্সরটি বানিয়েছেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান ডিয়াগোর গবেষক আমায় বান্দোরকার। লঘু (মাইল্ড) বৈদ্যুতিক তরঙ্গ ব্যবহার করে রোগীর শরীরে শর্করার হার পরিমাপ করে সেন্সরটি। তবে ভবিষ্যতে ট্যাটুগুলো থেকে যেন ডাটা সরাসরি চিকিৎসকের কাছে পৌঁছে যায় সেজন্য বুটুথ প্রযুক্তি যোগ করা হবে বলে জানিয়েছেন বান্দোরকার।- ওয়েবসাইট
×