ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এ্যান সি রিচার্ড আজ আসছেন

প্রকাশিত: ০৭:০৭, ২০ জানুয়ারি ২০১৫

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এ্যান সি রিচার্ড আজ আসছেন

স্টাফ রিপোর্টার ॥ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এ্যান সি রিচার্ড চারদিনের সফরে আজ মঙ্গলবার ঢাকায় আসছেন। তিনি ২০ থেকে ২৩ জানুয়ারি বাংলাদেশ সফর করবেন। সোমবার মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন দূতাবাস জানিয়েছে, রোহিঙ্গা শরণার্থী, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করতেই রিচার্ড সফরে আসছেন। তিনি পররাষ্ট্র, স্বরাষ্ট্র, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, সরকারী কর্মকর্তা, বাংলাদেশে কাজ করা বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং একাধিক বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন। তিনি ঢাকার বাইরে কক্সবাজারও সফর করবেন। সেখানে তিনি সরকারের জেলা প্রতিনিধি এবং স্থানীয় পর্যায়ের প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি তিনি অনিবন্ধিত রোহিঙ্গা এবং নিবন্ধিত শরণার্থী শিবির পরিদর্শন করবেন। এছাড়া যে সকল প্রতিষ্ঠান রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা দিচ্ছে, তিনি তাদের সঙ্গেও বৈঠক করবেন। ঢাকায় বিস আয়োজিত একটি সেমিনারেও অংশ নেবেন তিনি। উল্লেখ্য, এ্যান সি রিচার্ড মার্কিন পররাষ্ট্র দফতরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসনবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
×