ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অকারণে বাড়ছে দুই কোম্পানির দর

প্রকাশিত: ০২:৫১, ২০ জানুয়ারি ২০১৫

অকারণে বাড়ছে দুই কোম্পানির দর

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার দর কোন কারণ ছাড়াই বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) জানিয়েছে। কোম্পানি দুটি হলো- ফার্মা এইডস এবং এপেক্স স্পিনিং এ্যান্ড নিটিং। জানা গেছে, সাম্প্রতিক সময়ে ফার্মা এইডস এবং এপেক্স স্পিনিংয়ের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়তে থাকে। যা ডিএসই ও সিএসইর নজরে আসে। এরপর ডিএসই ফার্মা এইডসকে এবং সিএসই এপেক্স স্পিনিং এ্যান্ড নিটি কে এর কারণ জানাতে নোটিস দেয়। সিএসইর নোটিসের জবাবে গত ১৪ জানুয়ারি এপেক্স স্পিনিং এবং সিএসইর নোটিসের জবাবে ফার্মা এইডস জানিয়েছে তাদের শেয়ার দর অস্বাভাবিকহারে বাড়ার পেছনে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই।
×