ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জমে উঠেছে নীলফামারীতে ডিজিটাল মেলা

প্রকাশিত: ০৭:৩০, ১৯ জানুয়ারি ২০১৫

জমে উঠেছে নীলফামারীতে  ডিজিটাল মেলা

তাহমিন হক ববী, নীলফামারী থেকে ॥ নীলফামারীর জেলা শহরের উন্মুক্ত মঞ্চ চত্বরে ডিজিটাল উদ্ভাবনী মেলা ঘিরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহে উপচে পড়া ভিড়ে মুখরিত হয়ে উঠেছে। জনগণের দোড়গোড়ায় সেবা সেøাগান সামনে রেখে মেলায় ডিজিটাল কনটেন্ট ও ই-সেবা বিষয়ে শুধু ৩২টি স্টলের সেবার সীমাবদ্ধতায় নয়, সেই সঙ্গে মেলার মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে ডিজিটাল সেন্টার বিষয়ক সেমিনার, আইসিটি বিষয়ক কুইজ ও ডিজিটাল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মাল্টিমিডিয়া ক্লাসরুম বিষয়ক সেমিনার, ইনোভেশন বিষয়ক সেমিনার, আইসিটি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিটি অনুষ্ঠানে দর্শন ও অংশগ্রহণকারীদের আলোচনা যেন প্রাণবন্ত করে তুলছে মেলা চত্বর। সেমিনারগুলোতে অংশ নিচ্ছেন সরকারী দফতরের কর্মকর্তা, স্কুল কলেজের প্রধানগণ, জনপ্রতিনিধি ও সাংবাদিক। রবিবার মেলার দ্বিতীয় দিন জেলার ছয় উপজেলা ছাড়াও জেলার ৬০ ইউনিয়ন ও ৪টি পৌরসভা, ইউপি চেয়ারম্যান, মেয়র, ইউপি সচিব ও ইউনিয়ন পরিষদের একজন করে নারী ও একজন করে পুরুষ উদ্যোক্তা অংশ নিয়ে তুলে ধরছেন বর্তমান সরকারের ২০২১ রূপকল্পের অগ্রযাত্রার বিশাল খতিয়ান। এছাড়া বিভিন্ন সরকারী দফতরের কর্মকর্তা কর্মচারীরা তাদের স্ব-স্ব দফতরের সাধারণ মানুষের কাছে কত সহজে সেবা প্রদান করা যায় তাও প্রকাশ করছেন।
×