ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ওয়ার্ল্ড হকি লীগ ॥ মেক্সিকোর জালে বাংলাদেশের গোলবন্যা

প্রকাশিত: ০৭:০৬, ১৯ জানুয়ারি ২০১৫

ওয়ার্ল্ড হকি লীগ ॥ মেক্সিকোর জালে বাংলাদেশের  গোলবন্যা

স্পোর্টস রিপোর্টার ॥ বড় পরাজয় দিয়ে অভিযান শুরু করেছিল বাংলাদেশ জাতীয় হকি দল। এর আগে কখনই ওয়ার্ল্ড হকি লীগের দ্বিতীয় পর্বের গ-ি না পেরোতে পারলেও এবার তা করার উচ্চাকাক্সক্ষা নিয়ে সিঙ্গাপুর গিয়েছিলেন জিমিরা। কিন্তু শক্তিশালী জাপানের কাছে ৫-১ গোলের পরাজয় দিয়ে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ দল। তবে প্রত্যাবর্তনটা দারুণ হলো। সিঙ্গাপুরে চলমান ওয়ার্ল্ড হকি লীগের দ্বিতীয় পর্বের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ। যদিও প্রথমে গোল হজম করেছিল গোবীনাথান কৃষ্ণমূর্তির শিষ্যরা। কিন্তু পরে আর মেক্সিকানদের দাঁড়াতেই দেননি জিমি-চয়নরা। হোসেন সরোয়ারের তিনটি, রাসেল মাহমুদ জিমির জোড়া এবং পুস্কর খিসা মিমোর গোলে এ বিশাল জয় পায় বাংলাদেশ। এ জয়ের ফলে দ্বিতীয় পর্ব উতরানোর পথ খোলা রাখল বাংলাদেশ। শেষ ম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধে ফলাফলের ওপর নির্ভর করবে এ টুর্নামেন্টে বাংলাদেশ দলের ভবিষ্যত। ম্যাচের প্রথমেই গোল হজম। আরেকটি পরাজয়ের আশঙ্কাই উঁকিঝুঁকি মারতে শুরু করেছিল। খেলার শুরু থেকেই সমানে-সমান আক্রমণ দিয়ে চলতে থাকলেও ১৯ মিনিটের সময় এগিয়ে যায় মেক্সিকো। কামপিলো এ্যালেক্সিক গোল করে এগিয়ে নেন মেক্সিকোকে (১-০)। এরপর থেকেই গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ দল। চেপে ধরে মেক্সিকানদের। ৩০ মিনিটের পর থেকে মেক্সিকোকে পুরোপুরি বিপর্যস্ত করে ফেলে বাংলাদেশের খেলোয়াড়রা। এরই ধারাবাহিকতায় ৩২ মিনিটেই সমতায় ফেরে বাংলাদেশ দল। পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতা ফেরান (১-১) হোসেন সরোয়ার। গোল পরিশোধ করার পর আরও উজ্জীবিত হয়ে ওঠে বাংলাদেশ দল। মেক্সিকান শিবিরে একের পর এক আক্রমণ রচনা করতে থাকে। শেষ পর্যন্ত সুফলটা আসে। একের পর এক গোলবন্যা বয়ে যায় মেক্সিকোর ওপর দিয়ে। ৩৭ মিনিটে ফিল্ড গোল্ড করে ব্যবধান দ্বিগুণ করেন রাসেল মাহমুদ জিমি (২-১)। তারপর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৪৩ মিনিটে পুস্কর খিসা মিমো ফিল্ড গোল বাংলাদেশকে ৩-১ গোলে এগিয়ে নেন। ৪৪ মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় গোল করেন জিমি। দলের পক্ষে চতুর্থ গোল করেন তিনি (৪-১)। এর মিনিট পাঁচেক পরেই মেক্সিকানদের ওপর আবারও সাঁড়াশি আক্রমণ চালায় বাংলাদেশের খেলোয়াড়রা। ৫০ মিনিটে হোসেন সরোয়ার আরেকটি সাফল্য পান। তাঁর করা ফিল্ড গোলে ৫-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। থেমে থাকেনি বাংলাদেশ। আর একের পর এক গোল হজম করে একেবারে কোণঠাসা হয়ে পড়ে মেক্সিকো। সর্বশেষ ৬০ মিনিটে নিজের তৃতীয় ও দলীয় ষষ্ঠ গোলটি করেন সরোয়ার। তবে ধারাবাহিকভাবে গোল না পাওয়ার কারণে হ্যাটট্রিক হয়নি সরোয়ারের। ৬-১ গোলের ব্যবধানে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে গোবীনাথান কৃষ্ণমূর্তির শিষ্যরা। উল্লেখ্য, শনিবার নিজেদের প্রথম ম্যাচে জাপানের কাছে ৫-১ গোলে পরাজিত হয়েছিল বাংলাদেশ। আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১টায় নিজেদের শেষ ম্যাচে পুল ‘বি’ তে পোল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ।
×