ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিগব্যাশ টি২০ ক্রিকেট ॥ সাকিব পর্ব কী আজই শেষ?

প্রকাশিত: ০৭:০৪, ১৯ জানুয়ারি ২০১৫

বিগব্যাশ টি২০ ক্রিকেট ॥ সাকিব পর্ব কী আজই শেষ?

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়ার বিগব্যাশ টি২০ ক্রিকেট লীগে খেলছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মেলবোর্ন রেনিগেডসের হয়ে তিনটি ম্যাচও খেলেছেন। আজ যখন দল এ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলবে, এ খেলা শেষেই বিগব্যাশে এবারের মৌসুমে মেলবোর্ন রেনিগেডসের ইতি ঘটে যেতে পারে। সেই সঙ্গে বাংলাদেশ সেরা অলরাউন্ডার সাকিব পর্বেরও সমাপ্তি হতে পারে। যদি মেলবোর্ন হেরে যায়। জিতলেও যে মেলবোর্ন নিশ্চিতভাবেই সেমিফাইনাল খেলবে, তার নিশ্চয়তাও নেই। তাই ধরেই নেয়া যায় বিগব্যাশে এবারের মৌসুমে সাকিবেরও খেলা শেষ হয়ে যাচ্ছে আজই। লীগে ৮ দলের মধ্যে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ৪ দল সেমিফাইনালে খেলবে। বাকি চারদলের বিদায় ঘটবে। এ্যাডিলেড স্ট্রাইকার্স (৭ ম্যাচে ১১ পয়েন্ট) ও পার্থ স্কোরচার্স (৭ ম্যাচে ১০ পয়েন্ট) সেমিফাইনালে উঠে গেছে। এ দুটি দল এক ম্যাচ হাতে রেখেই শেষ চারে খেলা নিশ্চিত করে নিয়েছে। হোবার্ট হ্যারিকেন্স (৮ ম্যাচে ৬ পয়েন্ট), সিডনি থান্ডার (৭ ম্যাচে ৫ পয়েন্ট), ব্রিসবেন হিটের (৮ ম্যাচে ৪ পয়েন্ট) বিদায় ঘণ্টা বেজে গেছে। বাকি থাকে আর তিনটি দল। মেলবোর্ন স্টার্স (৭ ম্যাচে ৮ পয়েন্ট), সিডনি সিক্সার্স (৭ ম্যাচে ৮ পয়েন্ট) ও মেলবোর্ন রেনিগেডস (৭ ম্যাচে ৬ পয়েন্ট) সেমিফাইনালে খেলার জন্য আশায় আছে। এ তিন দলের মধ্যে মেলবোর্ন স্টার্সের অবস্থান ভাল। দলটি ৮ পয়েন্ট পাওয়ার সঙ্গে রানরেটেও এগিয়ে, +০.৩৩৭। পরের অবস্থানে থাকা সিডনি সিক্সার্সের যেখানে ৮ পয়েন্ট ও -০.০২৩ রানরেট, সেখানে মেলবোর্ন রেনিগেডসের পয়েন্ট ৬ ও রানরেট -০.২২৩। আজ এ মৌসুমে এখন পর্যন্ত সেরা দল সাকিবের গত মৌসুমের দল এ্যাডিলেড স্টাইকার্সের বিপক্ষে খেলা সাকিবের বর্তমান দল মেলবোর্ন রেনিগেডসের। সাকিবের দল জিতলেও শতভাগ নিশ্চিত হওয়া যাবে না যে সেমিফাইনালে উঠে গেছে। পরেরদিন মৌসুমের দ্বিতীয় সেরা দল পার্থ স্কোরচার্সের বিপক্ষে মেলবোর্ন স্টার্স ও ২২ জানুয়ারি সিডনি থান্ডারের বিপক্ষে সিডনি সিক্সার্স জিতলে মেলবোর্ন রেনিগেডসের বিদায় ঘটবে। আর যদি মেলবোর্ন স্টার্স ও সিডনি সিক্সার্স হারে, মেলবোর্ন রেনিগেডস জিতে তাহলে একটা সুযোগ থাকবে। সেক্ষেত্রে রান রেটটা তখন আমলে নেয়া হবে। দেখা যাক, বিগব্যাশে সাকিব পর্বের ইতি আজই ঘটে যায়, না পরের ম্যাচগুলোও খেলার সুযোগ থাকে। বিগব্যাশে সাকিব তিনটি ম্যাচ খেলেন। ৭ উইকেট নেন। রান করেন ১৭। সাকিব যুক্ত হওয়ার আগ পর্যন্ত মেলবোর্ন রেনিগেডস চার ম্যাচ খেলে। মাত্র ১টি জয় পায়। যেই সাকিব খেলতে নামেন তিন ম্যাচ খেলে মেলবোর্ন রেনিগেডস ২টি ম্যাচই জিতে নেয়। এখন সেমিফাইনালে ওঠার রেশেও আছে মেলবোর্ন রেনিগেডস। তবে সহজ হিসেব, আজ হারলেই বিদায় নেবে সাকিবের দল। সেই সঙ্গে সাকিবেরও বিদায় ঘটবে।
×