ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শিল্পী সাবিরা সুলতানার নতুন ৫টি বই

প্রকাশিত: ০৬:৩৭, ১৮ জানুয়ারি ২০১৫

শিল্পী সাবিরা সুলতানার নতুন ৫টি বই

স্টাফ রিপোর্টার ॥ প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী ও কবি সাবিরা সুলতানার প্রথম এ্যালবাম বেরিয়েছে অনেক আগেই। তাঁর দ্বিতীয় একক এ্যালবামের কাজও চলছে। এছাড়া তাঁর লেখা বিভিন্ন সময়ে ৬টি বই বেরিয়েছে। তবে নতুন খবর হলো এই শিল্পী রচিত আরও নতুন ৫টি বই সম্প্রতি প্রকাশ হয়েছে। আসন্ন একুশে ফেব্রুয়ারি বাংলা একাডেমির বইমেলা উপলক্ষে বইগুলো প্রকাশ করেছে মুক্তচিন্তা প্রকাশনী। প্রকাশক সিহাব বাহাদুর। সাবিরা সুলতানার নতুন বইগুলো হলো ‘একজন হুমায়ূন আহমেদ ও তাঁর নূহাশ পল্লী’, ‘কবিতার ছায়াপথ’, ‘শেকড়ের সন্ধানে’, চিয়ার্স’ এবং ‘ওমর ভর লিখতা রাহা’। এর মধ্যে ‘একজন হুমায়ূন আহমেদ ও তাঁর নূহাশ পল্লী’ বইটি হুমায়ূন আহমেদ ও তাঁর নূহাস পল্লী ভ্রমণ নিয়ে লেখকের দর্শন এবং নিজস্ব চিন্তা ভাবনা প্রকাশিত হয়েছে। এছাড়া ‘ওমর ভর লিখতা রাহা’ ও ‘শেকড়ে সন্ধানে’ দুটি গল্পের বই। আর ‘চিয়ার্স’ এবং ‘কবিতার ছায়াপথ’ দুটি কবিতার বই। বইগুলোর প্রচ্ছদ এঁকেছেন লেখিকা সাবিরা সুলতানা নিজে। ভাষা দিবস উপলক্ষে বাংলা একাডেমির বইমেলায় বইগুলো মুক্তচিন্তা প্রকাশনীর স্টলে পাওয়া যাবে বলে লেখিকা জানিয়েছেন।
×