ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিমানের দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা

১৪ কেজি স্বর্ণ উদ্ধারের

প্রকাশিত: ০৭:৩৯, ১৭ জানুয়ারি ২০১৫

১৪ কেজি স্বর্ণ উদ্ধারের

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের কার্গো হল থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধারের ঘটনায় বিমানের দুই কর্মকর্তার বিরুদ্বে মামলা দায়ের করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার রাতে ইমরানুল ইসলাম ও ওসমান গনি নামে ওই দুই কর্মকর্তার বিরুদ্বে বিমানবন্দর থানায় এ মামলা দায়ের করা হয়। গত বুধবার বিকেল পৌনে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিমানের একটি উড়োজাহাজের কার্গো হল থেকে ওই ১৪ কেজি স্বর্ণ জব্দ করে শুল্ক গোয়েন্দা ও শুল্ক বিভাগ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই থেকে আসা একটি ফ্লাইট (নম্বর-বিজি ০৪৮) বিকেল ৩টা ৫০ মিনিটে শাহজালালে অবতরণ করলে ওই উড়োজাহাজের কার্গো হলে অভিযান চালানো হয়। এক পর্যায়ে সেখানে অত্যন্ত সুরক্ষিত অবস্থায় ১২০ সোনার বার জব্দ করা হয়। এসব বারের ওজন প্রায় ১৪ কেজি। এদিকে বিমান অভিযুক্ত ওই দু’জনের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। মামলার কাগজপত্র এখনও থানায় না পৌঁছায় তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া যাচ্ছে না বলে জানিয়েছে প্রশাসনিক বিভাগ।
×