ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পরিবেশবান্ধব বন্ধু চুলা বিতরণ

প্রকাশিত: ০৭:১১, ১৭ জানুয়ারি ২০১৫

পরিবেশবান্ধব বন্ধু চুলা বিতরণ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে পরিবেশবান্ধব ৫০টি বন্ধু চুলা বিতরণ করা হয়েছে। সকালে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে ব্যতিক্রমী এক অনুষ্ঠানে জেলা প্রশাসনের উদ্যোগে বিনামূল্যে এই চুলা বিতরণ উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল। জেলা প্রশাসক জানান, খাদ্য প্রক্রিয়াজাতকরণ বিষয়ে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা পিঠাসহ নানা রকমের খাদ্য পার্সেল করে থাকেন। সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ১৬ জানুয়ারি ॥ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিক্যাল কলেজ বান্দরবানে স্থানান্তরের প্রক্রিয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলনে কঠোর হুশিয়ারি করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)। শুক্রবার সকালে বান্দরবানে মধ্যমপাড়াস্থ জেএসএস- এর কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় সাধুরাম ত্রিপুরা, জলি মং মার্মা, লয়েল ডেবিড বমসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ব্যস্ত সড়কে বাজার মোঃ খলিলুর রহমান, সিদ্ধিরগঞ্জ থেকে ॥ ঢাকা-ডেমরা-শিমরাইল সড়কের ডেমরা থানার সারুলিয়া বাজার এলাকায় রাস্তার দু’পাশে অবৈধভাবে গড়ে উঠছে দোকানপাট। বহু বছর ধরে ব্যস্ততম সড়কের ফুটপাথজুড়ে দোকানপাট বসলেও কারও মাথা ব্যথা নেই। ফলে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট। জানা যায়, ঢাকার ডেমরা থানার সারুলিয়া বাজার এলাকায় ঢাকা-ডেমরা-শিমরাইল সড়কের উভয় পাশে বহু বছর আগে গড়ে উঠেছে দোকানপাট। তিন দিনব্যাপী ডিজিটাল মেলা নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১৬ জানুয়ারি ॥ মাগুরায় তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। সরকারের ভিশন ২০২১ বাস্তবায়ন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছানো এবং সকল তথ্য প্রযুক্তি ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে মাগুরা জেলা প্রশাসন এই মেলার আয়োজন করেছে। শুক্রবার দুপুরে মেলার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুস সামাদ। ১৬ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত মাগুরা শহরের কালেকটরেট মাঠে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।
×