ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফুটপাথের দুর্ভোগ

প্রকাশিত: ০৬:১৭, ১৭ জানুয়ারি ২০১৫

ফুটপাথের দুর্ভোগ

পথচারীদের নিরাপদ চলাচলের জন্যই ফুটপাথ। কিন্তু রাজধানী ঢাকার ফুটপাথ মানেই যেন জনদুর্ভোগ। এই মহানগরীর সড়ক-মহাসড়কের দু’পাশের ফুটপাথ দিয়ে পথচারীরা সহজ-স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না। কারণ, ফুটপাথগুলো প্রায়ই দখল করে থাকে হকাররা। তারা তাদের ব্যবসার পসরা সাজিয়ে পথচারীদের অসুবিধা সৃষ্টি করে। এর ওপর ফুটপাথের ভাঙ্গাচোরা অবস্থা, বিদ্যুত ও ডিস লাইনের তার পথচারীদের নিয়ত ভোগান্তিতে যোগ করে বাড়তি কষ্ট। শুক্রবার মহানগরীর শান্তিনগর থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×