ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এখন বিশ্বকাপ নিয়েই ভাবছি ॥ রুবেল হোসেন

প্রকাশিত: ০৬:০৯, ১৫ জানুয়ারি ২০১৫

এখন বিশ্বকাপ নিয়েই ভাবছি ॥ রুবেল হোসেন

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের মুখে খই ফুটল। দীর্ঘদিন পর রুবেলের মুখ থেকে কথা বের হলো। সেই যে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপির করা মামলা হলো, এরপর থেকেই রুবেল নিশ্চুপ। অবশেষে এক মাস পর বুধবার রুবেল সাংবাদিকদের সঙ্গে কথা বললেন। জানিয়েও দিলেন, ‘এখন বিশ্বকাপ নিয়েই ভাবছি।’ বুধবার রুবেল গেলেন সুপ্রীমকোর্টে। আদালত তার ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি ও বিদেশ ভ্রমণের অনুমতি দিয়েছেন। এরপরই রুবেল আদালত থেকে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন। বলেও দিলেন, ‘আমি ইতোমধ্যে প্র্যাকটিসে গিয়েছি। ভাল খেলব বলে আশা করছি। ক্রিকেটের জন্য দেশের জন্য বিশ্বকাপে কিছু একটা করতে চাই।’ এমন সময় সাংবাদিকরা জিজ্ঞেস করলেন, হ্যাপির মামলা খেলায় কোন প্রভাব ফেলবে কি না? রুবেল জবাব দিলেন, ‘এসব নিয়ে আমি কিছু ভাবছি না। আমি খেলার জন্য পুরোপুরি প্রস্তুতি নিচ্ছি। গত ১২ তারিখে (জানুয়ারি) আমি প্র্যাকটিসে গিয়েছিলাম। এখন দেশবাসীর কাছে আমার একটাই চাওয়া, আমার জন্য দেশের জন্য যেন ভাল কিছু উপহার দিতে পারি সে জন্য সবাই দোয়া করবেন।’ বিশ্বকাপে দলের লক্ষ্য সম্পর্কেও রুবেল জানালেন। বললেন, ‘আমরা ক্রিকেটে অবশ্যই ভাল করব। আমাদের প্রথম টার্গেট সেকেন্ড রাউন্ডে (কোয়ার্টার ফাইনালে) উঠব। এই লক্ষ্য নিয়েই প্রস্তুত হচ্ছি।’ রুবেল-হ্যাপি ইস্যু সেই ডিসেম্বর থেকেই জমজমাট হয়ে ওঠে। রুবেলের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ তুলে নারী ও শিশু নির্যাতন মামলা করেন হ্যাপি। সেই থেকে দুইজনের বিষয়টি সবার নজরেই থাকে। রুবেল তাৎক্ষণিক চার সপ্তাহের আগাম জামিনও নেন। জামিন শেষে গত বৃহস্পতিবার রুবেলকে কারাগারে পাঠানো হয়। রবিবারই রুবেল কারাগার থেকে মুক্ত হয়ে যান। তখনই বোঝা যায় রুবেল বিশ্বকাপ খেলছেন। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান যখন বলেন, ‘যেহেতু আমরা সবসময়ই ফাস্ট বোলারদের নিয়ে খুবই সমস্যায় থাকি। কারণ, আমাদের ৬০ ভাগ ফাস্ট বোলাররা ইনজুরিতে থাকে। এর মধ্যে যদি ফিট কোন ফাস্ট বোলারকে ধরি তাহলে এক নাম্বার হলো রুবেল। গত ৫-৬ বছর ধরে ওর পারফর্মেন্সও কিন্তু খুবই ভাল। পাওয়ার প্লে’তেও বল করছে। অভিজ্ঞ বোলারও। এটার জন্য বিশেষ করে আমি খুবই খুশি যে ওর একটা সমস্যা হচ্ছিল, টেনশন গঠিত ব্যাপার ছিল, আল্লাহর রহমতে সে জামিন পেয়েছে। বাংলাদেশ ক্রিকেটের জন্যও এটা একটা সুখবর। হয়ত বিশ্বকাপ পর্যন্তও ও আর কোন টেনশনে থাকবে না। শতভাগ এ্যাফোর্টটাও দিতে পারবে। আমি উকিলের সঙ্গে কথা বলেছি। সে বলেছে আপাতত আগামী তিন মাস পর্যন্ত সে জামিনে থাকবে এবং ক্রিকেট খেলতে পারবে।’ জামিন পাওয়ার পর রুবেলের বিশ্বকাপে থাকা নিয়ে আর কোন সংশয়ই থাকেনি। সেই সঙ্গে বিশ্বকাপে খেলা নিয়েও আর কোন সংশয় থাকল না। সুপ্রীমকোর্ট যে বিদেশে ভ্রমণের অনুমতির সঙ্গে বিশ্বকাপ চলার সময় ব্যক্তিগত হাজিরা থেকেও রুবেলকে মুক্ত করেছে। তাই রুবেল বলতেও পারছেন, ‘বিশ্বকাপ খেলায় এ মামলা কোন প্রভাব ফেলবে না।’
×