ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চূড়ান্ত পরীক্ষায় আজমল

প্রকাশিত: ০৬:০৮, ১৪ জানুয়ারি ২০১৫

চূড়ান্ত পরীক্ষায় আজমল

স্পোর্টস রিপোর্টার ॥ এবার চূড়ান্ত পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ সাঈদ আজমল। পাকিস্তানী তারকা স্পিনারকে ২৪ জানুয়ারি পরীক্ষা ঠিক করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ভারতের চেন্নাইয়ে আইসিসির পরীক্ষা কেন্দ্রে (বায়োমেকানিক্যাল ল্যাব) অংশ নিতে হবে ৩৭ বছর বয়সী ক্রিকেটারকে। পরীক্ষায় পাস করলে, অর্থাৎ তার এ্যাকশন সঠিক বলে প্রমাণিত হলে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন। তবে ব্যর্থ হলে আইসিসির বোলিং রিভিউ গ্রুপ (বিআরজি) নতুন করে একটি নির্দিষ্ট সময় বেঁধে দেবে, এরপরও একই পরিণতি হলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), কিংবা আজমল কেউই আবেদন করতে পারবে না! এ্যাকশনে ত্রুটি থাকায় গত সেপ্টেম্বরে আইসিসি কর্তৃক আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হন আজমল। সম্প্রতি দলের মহাগুরুত্বপূর্ণ পারফর্মার হওয়ায় তাকে বিশ্বকাপের ত্রিশ সদস্যের প্রাথমিক দলে রাখেন পাকিস্তানী নির্বাচকরা। কিন্তু কিছুদিন আগে একটি নিরপেক্ষ পরীক্ষায় দেখা যায় এখনও তার বেশ কিছু এ্যাকশনে সমস্যা রয়ে গেছে। তাই শেষ মুহূর্তে পনেরো সদস্যের চূড়ান্ত দল থেকে নাম প্রত্যাহার করে নেয়া হয়। নিয়ম অনুযায়ী বোলিংয়ের সময় একজন বোলার তার হাতে কনুই ১৫ ডিগ্রী বাঁকাতে পারেন। কিন্তু আজমলের ক্ষেত্রে সেটি অনেক বেশি। সাবেক তারকা স্পিন সাকলাইন মুশতাকের তত্ত্বাবধানে এ্যাকশন শুধরাতে ঘাম ঝড়াচ্ছেন নিষিদ্ধ এই পাকিস্তানী।
×