ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পোকার খেলবে কম্পিউটার

প্রকাশিত: ০৩:৪৩, ১৪ জানুয়ারি ২০১৫

পোকার খেলবে কম্পিউটার

নিখুঁত পোকার খেলতে সক্ষম এবং কখনও ভুল করবে না, এমন কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেছেন বিজ্ঞানীরা। প্রোগ্রামটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে এটি খেলার প্রতিটি সিদ্ধান্ত মনে রাখে এবং ভুল থেকে শিক্ষা নিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। অনলাইনে দেয়া হয়েছে এ পোকার এইস অ্যালগরিদম, চাইলে এর বিরুদ্ধে যে কেউ খেলতে পারবেন। ইতোমধ্যেই প্রোগ্রামটি লক্ষ কোটি বারের বেশি পোকার খেলেছে। পোকার এমন একটি খেলা যেখানে খেলোয়াড়রা জানতে পারেন না অপর খেলোয়াড়ের হাতে কোন কার্ড রয়েছে। -বিবিসি দুই মিনিটে মোবাইল চার্জ দ্রুত ব্যাটারি চার্জের উন্নত ও ব্যবহারযোগ্য চার্জিং ডকের নতুন প্রটোটাইপ আনছে ইসরাইলি স্টার্টআপ প্রতিষ্ঠান স্টোরডট। যুক্তরাষ্ট্রে কনজিউমার ইলেকট্রনিক্স শো ২০১৫-তে নতুন প্রটোটাইপটি দেখানো হয়। বর্তমানে এটি সাধারণ হ্যান্ডসেটের ৯০০ মিলিঅ্যাম্প-আওয়ার ব্যাটারি দুই মিনিটে চার্জ করতে পারে। তবে হ্যান্ডসেটকে দিনে কয়েকবার চার্জ দিতে হবে এমন খুঁত রাখতে চাচ্ছে না নির্মাতা প্রতিষ্ঠান। এজন্য ২০১৭ সাল নাগাদ চার্জ ক্ষমতার মাত্রা আরও বাড়িয়ে এবং চার্জের সময় কমিয়ে অর্ধেকে নিয়ে আসার লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।- বিবিসি
×