ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রেজওয়ানা চৌধুরী বন্যার ‘গীতপঞ্চাশিকা’ এ্যালবামের প্রকাশনা

প্রকাশিত: ০৬:৩৬, ১৩ জানুয়ারি ২০১৫

রেজওয়ানা চৌধুরী বন্যার ‘গীতপঞ্চাশিকা’ এ্যালবামের প্রকাশনা

স্টাফ রিপোর্টার ॥ দেশ বরেণ্য রবীন্দ্রসঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার অর্ধশত গান নিয়ে এ্যালবাম ‘গীতপঞ্চাশিকা’ প্রকাশ করা হয়েছে। রবীন্দ্রনাথের প্রেম ভালবাসার পঞ্চাশটি গান তিনটি অডিও সিডিতে এক মোড়কে এই এলবামটি প্রকাশ করেছে ইমপ্রেস অডিওভিশন। আজ ১৩ জানুয়ারি মঙ্গলবার রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিন উপলক্ষে প্রতিষ্ঠানটি এ সিডি প্রকাশ করেছে। এ উপলক্ষে সোমবার চ্যানেল আই ভবনে এক প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, কবি আসাদ চৌধুরী, রবীন্দ্র সঙ্গীতশিল্পী তপন মাহমুদ, সাদী মহম্মদ ও রেজওয়ানা চৌধুরী বন্যা। এলবামটি প্রকাশ উপলক্ষে অনুষ্ঠানের শেষে কেক কাটা হয়। প্রকাশনা অনুষ্ঠানে বন্যা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেম-বিরহ বিষয়ক সেরা ৫০টি গান দিয়েই এ্যালবামটি সাজানো হয়েছে। আমি মনে করি, এটি রবীন্দ্রসঙ্গীত ভক্তদের জন্য দারুণ এক সুসংবাদ। কারণ এ এ্যালবামের মাধ্যমে একসঙ্গে শ্রোতাপ্রিয় ৫০টি গান সংগ্রহ করতে পারবে। প্রসঙ্গত, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের গান দিয়েই এ্যালবামটি সাজানো হয়েছে। গানের মধ্যে রয়েছে ‘আমারে করো তোমার বীণা’ থেকে শুরু“ করে ‘তোমার হলো শুরু, আমার হলো শেষ’ ইত্যাদি। প্রকাশনা অনুষ্ঠানটি চ্যানেল আই সরাসরি সম্প্রচার করেছে। রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিন উপলক্ষে ফুল দিয়ে আগাম শুভেচ্ছা জানান চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, কবি আসাদ চৌধুরী প্রমুখ।
×