ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চেন্নাই ওপেন জিতে উজ্জীবিত ওয়াওরিঙ্কা

প্রকাশিত: ০৬:০৭, ১৩ জানুয়ারি ২০১৫

চেন্নাই ওপেন জিতে উজ্জীবিত ওয়াওরিঙ্কা

স্পোর্টস রিপোর্টার ॥ গত বছর অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন সুইজারল্যান্ডের স্টানিসলাস ওয়াওরিঙ্কা। ২০১৩ সাল থেকেই তিনি দাপট দেখিয়ে নোভাক জোকোভিচ, রজার ফেদেরার, রাফায়েল নাদাল আর এ্যান্ডি মারেদের পাশাপাশি নিজেকেও অন্যতম প্রতিপক্ষ হিসেবে প্রমাণ করেছেন। বছরজুড়ে চার গ্র্যান্ডসøামে দুর্দান্ত খেলেছেন গত বার। ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডসøাম হিসেবে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন। এবারও সেটা ধরে রাখার মিশন শুরু হবে আগামী সোমবার থেকে। সে জন্য বেশ ভালভাবেই প্রস্তুতিটা সেরেছেন বিশ্বের চার নম্বর ওয়ারিঙ্কা। টানা দ্বিতীয়বারের মতো চেন্নাই ওপেন জিতেছেন তিনি। ২০১১ সালের পর এখানে মোট তিনটি ট্রফি ঘরে তুললেন এ সুইস তারকা। চেন্নাইয়ের নুঙ্গামবাক্কাম টেনিস স্টেডিয়ামে দর্শক সংখ্যা ছিল খুবই সীমিত। মাত্র ৪ হাজার দর্শকের সামনে প্রতিপক্ষ আলিয়াজ বেদেনেকে কোন সুযোগই দেননি তিনি। সেøাভেনিয়ার এ কোয়ালিফায়ার মাত্র ৬৯ মিনিটের লড়াইয়ে নতি স্বীকার করেছেণ ৬-৩, ৬-৪ সেটে। উপস্থিত সব দর্শকই জনপ্রিয় ওয়ারিঙ্কার জন্যই সমর্থন যুগিয়ে গেছেন পুরোটা সময়। তাছাড়া এ নিয়ে সপ্তমবারের মতো চেন্নাইয়ে খেলতে আসায় বেশ পরিচিতিও পেয়ে গেছেন ওয়ারিঙ্কা। শিরোপা জয় দিয়েই ৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলারের এ টুর্নামেন্ট জিতে অস্ট্রেলিয়ান ওপেনের জন্য উপজীব্য পেয়ে গেলেন তিনি। সব মিলিয়ে ব্যক্তিগতভাবে ৭৩ হাজার ৪০০ মার্কিন ডলার পকেটে পোরার পাশাপাশি ২৫০ র‌্যাঙ্কিং পয়েন্টও যোগ হয়েছে তাঁর নামের পাশে। এ বিষয়ে তিনি বলেন, ‘এটা আমার জন্য খুব ভাল এক সপ্তাহ ছিল। আমি ভাল সার্ভ করেছি এবং বলে ভালভাবে হিটও নিতে পেরেছি। তৃতীয়বারের মতো এখানে জিততে পারাটা অবশ্যই খুব ভাল বিষয়। ভবিষ্যতেও আমার এভাবে চালিয়ে যেতে হবে।’ ২৯ বছর বয়সী ওয়ারিঙ্কা চেন্নাইয়ের এ আসরে কোন সেটই হারেননি। এবার অস্ট্রেলিয়ান ওপেনের জন্য প্রস্তুতি হওয়া বাকি। তিনি মনে করছেন যথেষ্ট ভাল প্রস্তুতি হয়ে গেছে তাঁর। ওয়ারিঙ্কা বলেন, ‘আমি আমার খেলা নিয়ে সন্তুষ্ট দু’দিনের মধ্যে আমি মেলবোর্নে পৌঁছে অনেক ভাল অনুশীলন করার সুযোগ পাব। চেন্নাই আমার জন্য অবশ্যই অনেক ভাগ্যের একটা জায়গা। এখানে সব সময়ই আসার সময়টা বিশেষ স্মৃতি হয়ে থাকে। আশা করছি এবারের সাফল্য আমি মেলবোর্নেও ধরে রাখতে পারব। এখানে যেমন খেলেছি সেটার প্রতিফলন ঘটাতে চাই সেখানে।’
×