ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতির সঙ্গে কানাডা হাইকমিশনারের বিদায়ী সাক্ষাত

প্রকাশিত: ০৭:০৭, ১২ জানুয়ারি ২০১৫

রাষ্ট্রপতির সঙ্গে কানাডা হাইকমিশনারের বিদায়ী সাক্ষাত

বাংলাদেশে কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেন রবিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাত করেছেন। বৈঠকে রাষ্ট্রপতি দু’দেশের মধ্যকার চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের কথা স্মরণ করেন এবং আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ সম্পর্ক আরও জোরদার হবে। রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে একথা জানান। রাষ্ট্রপতি আবদুল হামিদ বাংলাদেশে তাঁর সফলভাবে দায়িত্ব পালনের জন্য হিদার ক্রুডেনকে ধন্যবাদ জানান। হাইকমিশনার বলেন, কানাডা বাংলাদেশের প্রাথমিক শিক্ষা এবং মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে সহযোগিতা সম্প্রসারিত করবে। হিদার ক্রুডেন বলেন, তাঁর দেশ সব সময় বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতাকে গুরুত্ব দেয়। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। বিইউবিটি প্রতিনিধি দলের সাক্ষাত ॥ বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-এর ট্রাস্ট চেয়ারম্যান প্রফেসর ড. শফিক আহমেদ সিদ্দিকীর নেতৃত্বে বিইউবিটির একটি প্রতিনিধি দল রবিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে বিইউবিটির কর্মকা- সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম এ কথা জানান। ইউনিভার্সিটিতে বর্তমানে ৮ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে বলেও তাঁরা রাষ্ট্রপতিকে অবহিত করেন। ইউনিভার্সিটির আসন্ন সমাবর্তনে সভাপতিত্ব করার জন্য প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি দেশের ইউনিভার্সিটিগুলোর চ্যান্সেলর।
×