ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুর্ঘটনায় বেলজিয়ান ফুটবলারের অকাল মৃত্যু

প্রকাশিত: ০৫:২৬, ১২ জানুয়ারি ২০১৫

দুর্ঘটনায় বেলজিয়ান ফুটবলারের  অকাল মৃত্যু

স্পোর্টস রিপোর্টার ॥ দুর্ঘটনায় প্রাণ হারালেন বেলজিয়ামের তরুণ প্রতিভাবান ফুটবলার জুনিয়র মালানদা। শনিবার বিকেলে গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন ২০ বছর বয়সী এই বেলজিয়ান ফুটবলার। জুনিয়র মালানদা জার্মান বুন্দেসলিগার ক্লাব ওল্ফসবার্গের হয়ে খেলতেন। শীতকালীন ছুটি কাটিয়ে শনিবারই ক্লাবে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্য হ্যানোভার বিমানবন্দরে যাওয়ার পথে পোর্তা ওয়েস্টপেলিসাতে গাড়ি দুর্ঘটনার শিকার হন মালানদা। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। আর গাড়ির পেছনের দিকের যাত্রী ছিলেন মালানদা। তবে দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি থেকে দুজনকে জীবিত উদ্ধার করা হয়। জুনিয়র মালানদা গত বছর ওল্ফসবার্গে যোগ দেন। এর আগে তিনি ব্রাসেলস, আন্ডারলেচট এবং ফ্রেঞ্চ লীগ ওয়ানের দল লিলিতেও খেলেছেন। আর বেলজিয়ামের অনুর্ধ ২১ দলের অধিনায়ক ছিলেন তিনি। এর আগে অনুর্ধ-১৫, ১৬, ১৭, ১৮ এবং ১৯ দলেও খেলে নজর কেড়েছেন ভক্ত-অনুরাগীদের। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বেলজিয়ামের ফুটবল ফেডারেশন। এ বিষয়ে তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘সে যেখানেই খেলেছে সেখানেই অসাধারণ পারফর্মেন্স উপহার দিয়েছে।
×