ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফেদেরারের শিরোপা রেকর্ড গড়ে

প্রকাশিত: ০৫:২৬, ১২ জানুয়ারি ২০১৫

ফেদেরারের শিরোপা রেকর্ড গড়ে

স্পোর্টস রিপোর্টার ॥ বছরের শুরুটাই করলেন শিরোপা দিয়ে। ব্রিসবেন ইন্টারন্যাশনালের ফাইনালে কানাডার মিলোস রাওনিককে ২ ঘণ্টা ১৩ মিনিটের লড়াইয়ে ৬-৪, ৬-৭ (২-৭) ও ৬-৪ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন শীর্ষ বাছাই সুইজারল্যান্ডের রজার ফেদেরার। ৩৩ বছর বয়সী ফেদেরার এর মধ্য দিয়ে নতুন এক মাইল ফলক ছুঁয়েছেন। পেয়েছেন ক্যারিয়ারের ১০০০তম জয়। এটি ছিল তাঁর ৮৩তম এটিপি ওয়ার্ল্ড ট্যুর ট্রফি। এর আগে আর মাত্র দু’জন ব্যক্তি টেনিস ইতিহাসে ১০০০ জয় তুলে নিতে পেরেছেন। জিমি কনোর ও ইভান লেন্ডল ছিলেন আগের দু’জন। বিশ্বের দুই নম্বর তারকা ফেদেরার এবার ব্রিসবেনে এক নম্বর বাছাই হিসেবে খেলেছেন। শিরোপা জয়ের অন্যতম ফেবারিটও ছিলেন তিনিই। বছরের শুরুটা শিরোপা দিয়ে হওয়াতে আসন্ন অস্ট্রেলিয়ান ওপেনে দারুণ কিছু করার আত্মবিশ্বাস পেয়ে গেছেন এ সুইস তারকা। এর আগে চারবার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন তিনি। এবারের আসরটি শুরু হবে ১৯ জানুয়ারি মেলবোর্নে। ব্রিসবেনে দুর্দান্ত ফর্মে ছিলেন ফেদেরার। প্রথম রাউন্ডে অসি কোয়ালিফায়ার জেমস ডাকওয়ার্থকে মাত্র ৩৯ মিনিটে এবং বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভকে মাত্র ৫৩ মিনিটে হারিয়ে দিয়ে ফাইনালে পা রেখেছিলেন তিনি। আর রবিবার ফাইনালে রাওনিককে প্রথম সেটেই ৬-৪ গেমে ধরাশায়ী করেন। তবে দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান আসরের তিন নম্বর বাছাই এ কানাডিয়ান। টাইব্রেকে ফয়সালা হয়, জেতেন রাওনিক। কিন্তু তৃতীয় সেটে লড়াই করলেও শেষ পর্যন্ত আবার হেরে যান ৬-৪ গেমে। জয়ের পর দারুণ উচ্ছ্বসিত ফেদেরার বলেন, ‘আমি অনেক বছর ধরে প্রচুর টেনিস খেলেছি। সে কারণেই ১০০০ জয় পাওয়া সম্ভব হয়েছে। এটা আমার কাছে অনেক বড় অর্জন। সন্দেহ নেই যে সত্যিই এটা বিশেষ এক মুহূর্ত। কোনভাবেই এ ম্যাচটি আমি ভুলতে পারব না।’ গত বছর ১৭ গ্র্যান্ডসøাম জয়ী এ সুইস তারকা ব্রিসবেনের ফাইনালে হেরে গিয়েছিলেন লেইটন হিউইটের কাছে। কিন্তু এবার শিরোপা জিতলেন এবং ১৯৯২ সালে লেন্ডলের পর কোন খেলোয়াড় হিসেবে ছুঁয়ে ফেললেন ঐতিহাসিক এক মাইলফলক।
×