ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিশ্বকাপের মঞ্চে ক্লার্ক-নারাইন

প্রকাশিত: ০৫:২৪, ১২ জানুয়ারি ২০১৫

বিশ্বকাপের মঞ্চে ক্লার্ক-নারাইন

স্পোর্টস রিপোর্টার ॥ মাইকেল ক্লার্ক আর সুনিল নারাইন আধুনিক ক্রিকেটের দুই চিত্তাকর্ষক পারফর্মার। বিশ্বকাপে তাদের থাকার যোগ্যতা নিয়ে একদমই প্রশ্ন নেই। তবু ক্রিকেট বিশ্বমঞ্চের চূড়ান্ত আয়োজনে সুযোগ পেয়ে এই দুই তারকা আলোচনায় উঠে এসেছেন ভিন্ন কারণে। ক্রমাগত ইনজুরি ইনজুরিতে ক্যারিয়ার নিয়েই সংশয়ে অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক ক্লার্ক। অন্যদিকে ভারতে হয়ে যাওয়া গত চ্যাম্পিয়ন্স লীগ টি২০তে প্রশ্ন ওঠে ধুরন্ধর স্পিনার নারাইনের বোলিং এ্যাকশন নিয়ে। শেষ মুহূর্তে তাদের অন্তর্ভুক্ত করতে দু’দেশের নির্বাচকদেরই বেশ বেগ পেতে হয়! ইনজুরিতে থাকা ক্লার্ককে অধিনায়ক করে বিশ্বকাপের মূল দল ঘোষণা করেন আয়োজক দেশ অস্ট্রেলিয়ার নির্বাচকম-লী। ফিটনেস প্রমাণে তাঁকে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে! যার অর্থ ১৪ ফেব্রুয়ারি উদ্বোধনী দিনে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে নিশ্চিত করেই খেলতে পারছেন না ক্লার্ক। শারীরিক অবস্থার ঠিকঠাক উন্নতি হলে ২১ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ফিরতে পারবেন, অথবা অন্য কিছুও হতে পারে! ফিল্ডিং ঘাটতি ও ওয়ানডের যোগ্যতা নিয়ে প্রশ্ন থাকায় দেশটির সেরা স্পিনার নাথান লিয়নের সুযোগ হয়নি। ক্লার্ক প্রসঙ্গে প্রধান নির্বাচক রডনি মার্শ বলেন, ‘ক্লার্ক বিশ্বসেরা ব্যাটসম্যান। ফিটনেস প্রমাণের জন্য তাকে আমরা সুযোগ দেব। সুতরাং অধিনায়ক হিসেবেই থাকছে সে।’ ক্লার্ক শেষ পর্যন্ত মাঠে নামতে না পারলে তার পরিবর্তে কাকে নেয়া হবে সেটি ঘোষণা করেনি বোর্ড। সেক্ষেত্রে ডেপুটি বেইলির নেতৃত্ব দেয়াটা নিশ্চিত। নারাইনের সমস্যাটা ভিন্ন। ভারতে অনুষ্ঠিত গত চ্যাম্পিয়ন্স লীগ টি২০তে তার এ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন স্থানীয় আম্পায়ররা। নিয়ম অনুযায়ী তা আন্তর্জাতিক ক্রিকেটে খেলার জন্য তা প্রত্যক্ষ বাধা নয়। প্রশ্ন ভিন্ন জায়গায়। একই টুর্নামেন্টে পাকিস্তানী তারকা মোহাম্মদ হাফিজের এ্যাকশন নিয়েও সন্দেহ পোষণ করা হয়, পরবর্তিতে আন্তর্জাতিক আম্পায়ারও একই অভিযোগ আনেন, এ্যাকশন নিষেধাজ্ঞায় কেবল ব্যাটসম্যান হিসেবে তাঁকে দলভুক্ত করেছে পাকিস্তান। কিন্তু মাঝের এই সময়টায় আন্তর্জাতিক ম্যাচ খেলেননি, সুতরাং বিশ্বকাপের মূল মঞ্চে নারাইনের এ্যাকশন নিয়েও প্রশ্ন উঠলে বড় বিপদেই পড়তে হবে ক্যারিবীয়দের। এমনিতে বোর্ডের সঙ্গে দ্বন্দ্বের কারণে দলে নেই বড় তারকা ডোয়াইন ব্রাভো-কাইরেন পোলার্ড। সংশয় সত্ত্বেও আধুনিক সময়ে দুরন্ত বোলিংই নারাইনকে বিশ্বকাপ দলে জায়গা করে দিয়েছে। নেতৃত্ব দেবেন তরুণ পেসার জেন হোল্ডার। ৫ মার্চ গ্রুপ- ‘বি’ তে নিজেদের প্রথম ম্যাচে ক্যারিবীয়দের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। অস্ট্রেলিয়া দল ॥ মাইকেল ক্লার্ক (অধিনায়ক), জর্জ বেইলি (সহ-অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, এ্যারন ফিঞ্চ, শেন ওয়াটসন, স্টিভেন স্মিথ, ব্র্যাড হ্যাডিন (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, জেমস ফাকনার, মিচেল জনসন, মিচেল স্টার্ক, জোশ হ্যাজলউড, প্যাট কামিন্স, জাভিয়ের ডোহার্টি। ওয়েস্ট ইন্ডিজ দল ॥ জেসন হোল্ডার (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, সুলায়মান বেন, ড্যারেন ব্রাভো, জোনাথন কার্টার, শেলডন কটরেল, ক্রিস গেইল, সুনিল নারাইন, দিনেশ রামদিন (উইকেটরক্ষক), কেমার রোচ, আন্দ্রে রাসেল, ড্যারেন সামি, লেন্ডল সিমন্স, ডোয়াইন স্মিথ, জেরমো টেইলর।
×