ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তিন তারকার নাটক ‘অতঃপর নদী’

প্রকাশিত: ০৫:১৮, ১২ জানুয়ারি ২০১৫

তিন তারকার নাটক ‘অতঃপর নদী’

স্টাফ রিপোর্টার ॥ একযুগেরও বেশি সময় আগে লাক্স ফটোসুন্দরী বিজয়ী হওয়ার পর থেকে মডেল নোবেলের আদর্শকে নিজের মধ্যে লালন করার চেষ্টা করেন মিলা হোসেন। এখনও মিলা নোবেলের ভীষণ ভক্ত। অনুরূপভাবে একজন মডেল হিসেবে মিডিয়াতে সজলের আগমন একজন নোবেল হওয়ার স্বপ্ন নিয়েই। মিলা কিংবা সজলের স্বপ্নের সেই মানুষটির সঙ্গে একই নাটকে কাজ করতে পারটা যেন দু’জনের জন্যই বেশ সৌভাগ্যের বলে মনে করেন মিলা হোসেন ও সজল। তারা দু’জন এবারই প্রথম এক সঙ্গে নাটকে যেমন অভিনয় করেছেন ঠিক তেমনি চিরসবুজ মডেল তারকা নোবেলের সঙ্গে দু’জনের এক সঙ্গে নাটকে কাজ এবারই প্রথম। নুজহাত আলভী আহমেদের রচনা ও পরিচালনায় নোবেল, মিলা হোসেন এবং সজল এক সঙ্গে অভিনয় করেছেন ‘অতঃপর নদী’ শিরোনামের একটি নাটকে। শনিবার রাজধানীর উত্তরার দিয়াবাড়িসহ একটি হাউসে নাটকটির শূটিং সম্পন্ন হয়েছে। নাটকে অভিনয় প্রসঙ্গে নোবেল বলেন, চাকরির পাশাপাশি বিজ্ঞাপন কিংবা নাটকে কাজ করতে হয়। যে কারণে খুব ভাল স্ক্রিপ্ট না হলে কাজ করাও হয়ে উঠে না। আলভী আপার নাটকের গল্প খুব ভাল লেগেছে। তাছাড়া মিলা এবং সজল দু’জনই আমার অত্যন্ত ¯েœহভাজন, তারাও কাজ করবে জেনে আগ্রহী হয়ে উঠেছিলাম। সব মিলিয়ে বেশ ভাল একটি কাজ হয়েছে। আশা করি ভাল লাগবে দর্শকের। মিলা হোসেন বলেন, নোবেল ভাইয়ের সঙ্গে আমার সম্পর্কটা বলা যায় এখন পারিবারিক। তার সঙ্গে কয়েক বছর আগে আমেরিকায় একটি বিজ্ঞাপনে কাজ করেছিলাম। গত বছর একটি নাটকেও কাজ করেছি। একজন মানুষ হিসেবে, একজন মডেল হিসেবে তার তুলনা নেই। তার সঙ্গে কাজ করতে পারা সব সময়ই আমার কাছে অনেক আনন্দের। সজল বলেন, নোবেল ভাইয়ের কারণেই আমি আজকের সফল সজল। তাঁর কাজে উৎসাহিত হয়ে একজন নোবেলই হতে চেয়েছিলাম। তার মতো না হতে পারলেও যতটুকু হয়েছি আমি তাতেই সন্তুষ্ট। ‘ডিজিটাল ওয়ান মিডিয়া লিমিটেড’র কর্ণধার জাকারিয়া মাসুদ জিকো প্রযোজিত ‘অতঃপর নদী’ নাটকটি চলতি বছরের ঈদ- উল-ফিতরে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এদিকে গত বছর মিলা নোবেলের সঙ্গে প্রথম জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন ‘শেষ থেকে শুরু’ নাটকে। কিছুদিন আগে দেশে ফিরেই মিলা শেষ করেছেন দীপান্বিতা ইতি’র রচনায় ‘পুনশ্চঃ ভালবাসা’ নাটকের কাজ। এই নাটকটি আসছে ভালবাসা দিবসে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে জানা গেছে।
×