ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আফতাব অটোর মুনাফা কমেছে

প্রকাশিত: ০৫:১২, ১২ জানুয়ারি ২০১৫

আফতাব অটোর মুনাফা কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রকৌশল খাতের কোম্পানি আফতাব অটোমোবাইলসের শেয়ারপ্রতি আয় বা ইপিএস কমেছে প্রায় ৮ শতাংশ। কোম্পানির প্রথম প্রান্তিকের (সেপ্টেম্বর-নবেম্বর ’১৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই তথ্য বলা হয়েছে। ডিএসই সূত্রে জানা গেছে, গত ৩ মাসে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ৬ কোটি ৭৭ লাখ টাকা। আর শেয়ারপ্রতি আয় হয়েছে ৭১ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির মুনাফা ছিল ৭ কোটি ৩৭ লাখ টাকা। আর ইপিএস ছিল ৭৭ পয়সা। এদিকে প্রথম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশের দিনে কোম্পানিটির মোট ৩ লাখ ৩১ হাজার ৮৫৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য দাঁড়ায় ২ কোটি ১৭ লাখ ১৩ হাজার টাকা। কোম্পানিটির প্রতিটি শেয়ারের দর কমেছে ১ দশমিক ৩০ টাকা। সকালে কোম্পানির প্রতিটি শেয়ারের প্রারম্ভিক মূল্য ছিল ৭০ টাকা। দিনশেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের মূল্য দাঁড়ায় ৬৮ দশমিক ৯০ টাকা। অর্থাৎ সমন্বয় শেষে কোম্পানিটির মূল্য দাঁড়ায় ৬৮ দশমিক ৫০ টাকা। ডিএসইর ওয়েবসাইট অনুসারে কোম্পানিটির মোট পরিশোধিত মূল্য ৯৫ কোটি ৭৩ লাখ টাকা। এর মধ্যে ৩০ দশমিক ৩৯ শতাংশ শেয়ার উদ্যোক্তা বা পরিচালকদের হাতে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২৩ দশমিক ৭১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪৫ দশমিক ৯০ শতাংশ শেয়ার রয়েছে।
×