ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুমুদিনী মেডিক্যালে ছাত্রীদের নবীনবরণ

প্রকাশিত: ০৬:০২, ১১ জানুয়ারি ২০১৫

কুমুদিনী মেডিক্যালে ছাত্রীদের নবীনবরণ

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ১০ জানুয়ারি ॥ মির্জাপুর কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজের ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান হয়েছে। শনিবার সকালে কুমুদিনী চত্বরের ডা. বিপি পতি মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল হালিম। এতে প্রধান অতিথি কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা ছাড়াও কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দার, মেডিক্যাল কলেজের এ্যাকাডেমিক উপদেষ্টা সাবেক অধ্যক্ষ ডা. আব্দুল জলিল, মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা. খন্দকার শাহ নেওয়াজ ও ডা. জাহাঙ্গীর কবির, কাশ্মীরের এক শিক্ষার্থীর অভিভাবক মো. বেলাল বক্তৃতা করেন। মুক্তিযোদ্ধাদের সমাবেশ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শনিবার সকালে গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সৈয়দ মনিরুল ইসলাম বুলেট ছিন্টুর নেতৃত্বে র‌্যালি বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। শেষে কমান্ড কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত সমাবেশে বুলেট ছিন্টুর সভাপত্বিতে সমাবেশে বক্তব্য রাখেন বীরাঙ্গনা বিভা রানী মজুমদার, বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হালিম, মুনসুর সিপাহী, মোহাম্মাদ আলী প্রমুখ। আজ রাজৈর পৌরসভার নির্বাচন নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১০ জানুয়ারি ॥ নির্বাচন কমিশনের চতুর্থবার তারিখ পরিবর্তন ও রিটার্নিং অফিসার পরিবর্তনের মধ্য দিয়ে রবিবার অনুষ্ঠিত হচ্ছে মাদারীপুরের নবগঠিত রাজৈর পৌরসভা নির্বাচন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ২৫ নবেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। ২৭ নবেম্বর মনোনয়নপত্র বাছাই, ৫ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার, ৬ ডিসেম্বর প্রতীক বরাদ্দ ও ২৩ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী মাদারীপুর নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার সেখ মোহাম্মদ জালাল উদ্দিন রাজৈর পৌরসভার ২৩ ডিসেম্বরের নির্বাচনের তারিখ ২৮ ডিসেম্বর ধার্য করেন। প্রার্থীরা নির্বাচনের পরিবর্তিত তারিখ অনুযায়ী নির্বাচনী প্রচারণা চালিয়ে যান। এরই মধ্যে ২৭ ডিসেম্বর ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জামাদি কেন্দ্রে কেন্দ্রে পাঠানোর পূর্ব মুহূর্তে ব্যালট পেপারে মেয়র প্রার্থীদের মধ্যে মুক্তিযোদ্ধা সেকান্দার আলী শেখের মোটরসাইকেল প্রতীকের পরিবর্তে টেলিভিশন প্রতীক আসে।
×