ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এজতেমাগামী কার দুর্ঘটনা

প্রকাশিত: ০৪:৪৯, ১০ জানুয়ারি ২০১৫

এজতেমাগামী কার দুর্ঘটনা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ শুক্রবার সকালে ঢাকার ধামরাইয়ের জয়পুরা এলাকায় বিশ্ব এজতেমাগামী প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৪ জনের যশোর শহরের বাড়িতে চলছে কান্নার রোল। ভোরে তাঁরা ইজতেমার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হন। এরপর ধামরাইয়ে পৌঁছলে দুর্ঘটনার শিকার হন। এ খবর তাদের বাড়িতে পৌঁছলে স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। নিহতরা হলেন যশোর শহরের বকচর হুশতলা এলাকার মোটর পার্টস ব্যবসায়ী হাজী নাজিম উদ্দিন (৩৫), হাজী হাফেজ মোহাম্মদ রইস উদ্দিন (৩২), হাজী নাসির উদ্দিন এবং প্রাইভেটকার চালক সদরের সাড়াপোল রূপদিয়া এলাকার রেজোয়ান (২৭)। দুর্ঘটনায় আহত হন দুজন পিংকি মোটর্সের মালিক রহিম ও মোহনা মোটর্সের মালিক মুরাদ। নিহত রিমার বাড়িতে আহাজারি নিজস্ব সংবাদদাতা মাদারীপুর থেকে জানান, ঢাকার কাঁটাবনে ঘাতক ট্রাক কেড়ে নিয়েছে ইডেন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্রী রিমা আক্তারের প্রাণ। তার গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার জজিরা গ্রামে। কালকিনির সাহেবরামপুরে নানাবাড়িতে লাশ শুক্রবার দুপুর ১টায় আনা হলে স্বজনদের কান্নায় আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে।
×