ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অস্ট্রেলিয়ার জয় দিয়ে শুরু

প্রকাশিত: ০৪:৪৫, ১০ জানুয়ারি ২০১৫

অস্ট্রেলিয়ার জয় দিয়ে শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ ষোড়শ এশিয়ান কাপ ফুটবলের পর্দা উঠেছে শুক্রবার। উদ্বোধনী ম্যাচে সাবলীল জয় পেয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। মেলবোর্নে ‘এ’ গ্রুপের ম্যাচে আসরের বর্তমান রানার্সআপরা পিছিয়ে পড়েও ৪-১ গোলে পরাজিত করে কুয়েতকে। মেলবোর্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে অস্ট্রেলিয়া। অষ্টম মিনিটে কুয়েতকে এগিয়ে নেন হোসাইন ফাডহেল। এরপর স্বাগতিকরা মুহুমুর্হু আক্রমণ শাণালেও গোলের দেখা পাচ্ছিল না। অবশেষে ৩৩ মিনিটে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। গোল করেন টিম কাহিল। এরপর ৪৪ মিনিটে ম্যাসিমো লুঙ্গোর গোলে বিরতির আগে ২-১ গোলে এগিয়ে যায় অসিরা। বিরতির পর ম্যাচের ৬২ মিনিটে পেনাল্টির সুযোগকে কাজে লাগিয়ে গোল করে অস্ট্রেলিয়াকে ৩-১ গোলে এগিয়ে নেন মিলে জিডেনাখ। ম্যাচের শেষ সময়ে (৯২ মিনিট) বিজয়ী দলের হয়ে চার নম্বর গোল করেন জেমস ট্রোইসি। ১৬ দল নিয়ে শুরু হয়েছে এশিয়া কাপের এবারের আসর। ২৩ দিনব্যাপী এশিয়ার বিশ্বকাপ খ্যাত আসরটি শেষ হবে ৩১ জানুয়ারি। সিডনিতে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।
×